সিকিমে বেড়াতে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্যটকের, শোকস্তব্ধ পরিবার

সিকিমে (Sikkim) বেড়াতে গিয়ে মৃত্যু হল বাঙালি পর্যটকের। দু’দিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় দেবরাজ রায়ের (Debraj Roy)। এরপর তাঁকে প্রথমে স্থানীয় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দেখানো হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষপর্যন্ত ভর্তি করা হয় সিকিমের মনিপালের একটি বেসরকারি হাসপাতালে। তারপরই মৃত্যু হয় তাঁর। শোকস্তব্ধ গোটা পরিবার।

প্রতিবছরই সপরিবারে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন মালদহের (Maldah) ইংরেজবাজার থানার বিবেকানন্দ পল্লির বাসিন্দা দেবরাজ রায়। স্থানীয় একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন তিনি। দেবরাজের বন্ধু বিশ্বজিৎ ঝাঁ জানিয়েছেন, প্রতিবছরই বাড়ির সদস্যদের নিয়ে ঘুরতে যেতেন দেবরাজ। এবারের সিকিম গিয়েছিলেন। à§§à§­ অক্টোবর মালদহ থেকে সিকিমের আরিটারে পৌঁছন ২০ জন। তারপরে দু’দিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ পড়েন দেবরাজ। সিকিমের মনিপালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন বুধবার সকালে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন-বন্ধ বাংলাদেশ ইসকনের টুইটার অ্যাকাউন্ট, বিশ্বজুড়ে কীর্তনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি

সিকিমে তাঁর মৃত্যুর পর চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কীভাবে তাঁর দেহ নিয়ে আসা হবে মালদহের বাড়িতে। অবিরাম বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ। একধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এমনকি সিকিম ও কালিম্পংয়ের সঙ্গেও যোগাযোগ বিছিন্ন হয়ে গিয়েছে।