Wednesday, August 27, 2025

উৎসবের মরসুমে নাশকতার ছক! পাঞ্জাব থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার করল বিএসএফ

Date:

বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত উপত্যকা। জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে কয়েকদিন আগেই শহিদ হয়েছেন ৯জন নিরাপত্তারক্ষী। এখনও সেখানে জঙ্গি অভিযান চলছে। এরই মধ্যে ভারত-পাক সীমান্তের থেকেও উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। বুধবার বিএসএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য এসেছে। এর ফলে বড়সড় নাশকতার চাল বানচাল করা সম্ভব হয়েছে বলে মনে মনে করছে পুলিশ।

আরও পড়ুন:এবারও মিলল না জামিন, হাজতবাসই করতে হচ্ছে শাহরুখপুত্র আরিয়ানকে

গোপন সূত্রের খবর পেয়ে ভারত-পাক সীমান্তে তারন তারান জেলার খেমাকরণ এলাকায় অভিযান চালায় বিএসএফ এবং পাঞ্জাব পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২২টি পিস্তল, ৪৪টি ম্যাগাজিন এবং ১০০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। মিলেছে মাদকও। সূত্রের খবর, ১ কেজি হেরোইনও উদ্ধার হয়েছে।  পুলিশের অনুমান, ড্রোনের মাধ্যমে পাকিস্তান থেকে এদেশে অস্ত্রগুলি পাচার করা হয়েছিল। স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে সেই অস্ত্র পৌঁছে যেত সন্ত্রাসবাদীদের কাছে। এই অস্ত্রের মাধ্যমে দেশজুড়ে বড়সড় নাশকতার ছক কষেছিল তারা।

পাঞ্জাব পুলিশের প্রাথমিক অনুমান, সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান। এই অপরাধে দিন কয়েক আগে জঙ্গিগোষ্ঠীর  ঘনিষ্ঠ এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছে তার সঙ্গে নিয়মিতভাবে লস্কর জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল। যোগ ছিল পাক হ্যান্ডেলারদের সঙ্গেও। তাদের নির্দেশেই ড্রোন মারফত পাঠানো অস্ত্র পাচার করা হত।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version