Friday, August 22, 2025

কোচবিহারের আলতাপ মিঞার পরিবার এখনো মদনমোহনের রাসচক্রের ঐতিহ্য বহন করে চলেছেন

Date:

বংশ পরম্পরায় দিয়ে চলেছেন সম্প্রীতির বার্তা৷ লক্ষ্মী পূর্নিমায় শুরু হয় রাসচক্র বানানোর কাজ। চলে রাসপূর্ণিমা পর্যন্ত। এক মুসলিম পরিবারের হাতে তৈরি হয়ে আসছে কোচবিহারের মহারাজাদের কুলদেবতা মদনমোহন ঠাকুরের এই রাসচক্র৷ এই রাসচক্র শুরু হয় রাসযাত্রায়। তিন প্রজন্ম ধরে রাজআমলের এই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে কোচবিহারের গুড়িয়াহাটি গ্রামের আলতাপ মিঞার পরিবার।

 

কোচবিহারের গুড়িয়াহাটি গ্রামের তোর্সা নদীর বাঁধের পাড়ে থাকেন আলতাপ মিঞা৷ দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে আনন্দময়ী ধর্মশালাতে অস্থায়ী চাকুরি করেন৷ তবে লক্ষ্মীপূজো থেকে রাসপূর্নিমা পর্যন্ত তার একমাস ছুটি। কারন এই এক মাসে তিনি তৈরি করেন রাসচক্র৷ কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে ১৮৯০ সালে মদনমোহন ঠাকুরের রাসযাত্রা বড় আকারে শুরু হয়। তবে কথিত আছে রাজবাড়ি যখন ভেটাগুড়িতে ছিল তখন থেকেই রাস উৎসব হত। জানা গেছে কোচবিহারের মহারাজারা সব ধর্মের মানুষকে ভালোবাসতেন। তাই সম্প্রীতির বার্তা দিতে মুসলিম পরিবারকে দায়িত্ব দিয়েছিলেন রাসচক্র বানানোর জন্য। রাজ আমলে এই মুসলিম পরিবারের পানমামুদ মিঞা প্রথম রাসচক্র বানান। যা দেখতে অনেকটা তাজিয়ার মত। তাতে মুসলিম ঘরানার নক্সা তোলা হয় কাগজ কেটে। তাতে লাগানো হয় হিন্দুদের দেবদেবীর ছবি। সম্প্রীতির বার্তা দিতে রাজআমল থেকে রাসউতসবের রাসচক্র তৈরি করে মুসলিম পরিবার। এরপর আজিজ মিঞা রাসচক্র বানাতেন। এখন প্রায় তিরিশ বছর থেকে রাসচক্র বানাচ্ছেন তার ছেলে আলতাপ মিঞা। আলতাপ মিঞা বলে ন এই রাসচক্র বানানো বিরাট অনুভূতি তার কাছে। তার অবর্তমানে তার ছেলে বানাবে এই রাসচক্র। রাজআমলের এই ধারা এগিয়ে নিয়ে যাবে তাদের পরিবার। বার্তা দেবেন সম্প্রীতির।

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version