Wednesday, November 12, 2025

কোচবিহারের আলতাপ মিঞার পরিবার এখনো মদনমোহনের রাসচক্রের ঐতিহ্য বহন করে চলেছেন

Date:

বংশ পরম্পরায় দিয়ে চলেছেন সম্প্রীতির বার্তা৷ লক্ষ্মী পূর্নিমায় শুরু হয় রাসচক্র বানানোর কাজ। চলে রাসপূর্ণিমা পর্যন্ত। এক মুসলিম পরিবারের হাতে তৈরি হয়ে আসছে কোচবিহারের মহারাজাদের কুলদেবতা মদনমোহন ঠাকুরের এই রাসচক্র৷ এই রাসচক্র শুরু হয় রাসযাত্রায়। তিন প্রজন্ম ধরে রাজআমলের এই ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে কোচবিহারের গুড়িয়াহাটি গ্রামের আলতাপ মিঞার পরিবার।

 

কোচবিহারের গুড়িয়াহাটি গ্রামের তোর্সা নদীর বাঁধের পাড়ে থাকেন আলতাপ মিঞা৷ দেবত্র ট্রাস্ট বোর্ডের অধীনে আনন্দময়ী ধর্মশালাতে অস্থায়ী চাকুরি করেন৷ তবে লক্ষ্মীপূজো থেকে রাসপূর্নিমা পর্যন্ত তার একমাস ছুটি। কারন এই এক মাসে তিনি তৈরি করেন রাসচক্র৷ কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের আমলে ১৮৯০ সালে মদনমোহন ঠাকুরের রাসযাত্রা বড় আকারে শুরু হয়। তবে কথিত আছে রাজবাড়ি যখন ভেটাগুড়িতে ছিল তখন থেকেই রাস উৎসব হত। জানা গেছে কোচবিহারের মহারাজারা সব ধর্মের মানুষকে ভালোবাসতেন। তাই সম্প্রীতির বার্তা দিতে মুসলিম পরিবারকে দায়িত্ব দিয়েছিলেন রাসচক্র বানানোর জন্য। রাজ আমলে এই মুসলিম পরিবারের পানমামুদ মিঞা প্রথম রাসচক্র বানান। যা দেখতে অনেকটা তাজিয়ার মত। তাতে মুসলিম ঘরানার নক্সা তোলা হয় কাগজ কেটে। তাতে লাগানো হয় হিন্দুদের দেবদেবীর ছবি। সম্প্রীতির বার্তা দিতে রাজআমল থেকে রাসউতসবের রাসচক্র তৈরি করে মুসলিম পরিবার। এরপর আজিজ মিঞা রাসচক্র বানাতেন। এখন প্রায় তিরিশ বছর থেকে রাসচক্র বানাচ্ছেন তার ছেলে আলতাপ মিঞা। আলতাপ মিঞা বলে ন এই রাসচক্র বানানো বিরাট অনুভূতি তার কাছে। তার অবর্তমানে তার ছেলে বানাবে এই রাসচক্র। রাজআমলের এই ধারা এগিয়ে নিয়ে যাবে তাদের পরিবার। বার্তা দেবেন সম্প্রীতির।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version