Thursday, November 13, 2025

আগ্রায় মৃতের পরিবারের সঙ্গে সাক্ষাতে বাধা, প্রিয়াঙ্কাকে হেফাজতে নিল যোগীর পুলিশ

Date:

পুলিশি হেফাজতে(police custody) উত্তরপ্রদেশের(Uttar Pradesh) আগ্রাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। অভিযোগ পুলিশ হেফাজতে পিটিয়ে মারা হয়েছে তাকে। এই ঘটনায় বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর(Priyanka Gandhi)। যদিও মাঝপথেই আটক করা হলো তাঁকে। লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপর প্রথম টোল প্লাজার কাছে কংগ্রেস নেত্রীর গাড়ি আটকে দেয় পুলিশ। এরপর তাঁকে হেফাজতে নিয়ে পুলিশ লাইনের উদ্দেশ্যে রওনা দেয় ডিএসপির গাড়ি।

পথে পুলিশের বাধার মুখে পড়ার পর ক্ষোভ উগরে দিয়ে কংগ্রেস নেত্রী টুইটারে লেখেন, “কীসের থেকে এত ভয় পাচ্ছে উত্তর প্রদেশ সরকার?” পাশাপাশি তিনি আরও লেখেন, “পুলিশি হেফাজতে অরুণ বাল্মিকীর মৃত্যু হয়েছে। তার পরিবার ন্যায় বিচার চাইছে। আর তার পরিবারের সঙ্গে দেখা করতে চাই। কীসের এত ভয় উত্তর প্রদেশ সরকারের? কেন আমাকে আটকানো হচ্ছে?” যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর কাছে যথাযথ অনুমতিপত্র ছিল না। সেই কারণেই তাঁকে আটকানো হয়েছে।

উল্লেখ্য, ২৫ লক্ষ টাকা চুরির অভিযোগে অরুণ বাল্মিকী নামে এক ব্যক্তিকে সম্প্রতি গ্রেফতার করে হেফাজতে নিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হয় তার এই ঘটনায় নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে। যদিও পুলিশের তরফে জানানো হয়, জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্ত অরুণ বাল্মিকীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করেছিল এবং পরে তার মৃত্যু হয়।

 

Related articles

SIR আতঙ্কে মৃত্যু রাষ্ট্রীয় হত্যা! শ্যামলকুমার সাহার মৃত্যুতে শাহকেই দায়ী করলেন দেবাংশু

নদিয়ার তাহেরপুরের কালীনারায়ণপুর মণ্ডলপাড়ায় ক’দিন আগেই এসআইআর-আতঙ্কে মৃত্যু হয় সত্তরোর্ধ্ব শ্যামলকুমার সাহার। বৃহস্পতিবার মৃত শ্যামল সাহার বাড়িতে যান...

SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় কোচবিহারে পদযাত্রা অভিষেকের

যে কোচবিহার থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন, SIR-এর নামে ষড়যন্ত্রের বিরোধিতায় সেই কোচবিহারে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

এই এসআইআর-লজ্জা! সংবিধান-প্রণেতা কমিটি সদস্যের পরিবারের নাম নেই ভোটার তালিকায়

আজব-কাণ্ড। প্রমাণিত এই এসআইআর-লজ্জা! এ এমনই এসআইআর যে, নাম নেই দেশের সংবিধান-প্রণেতা কমিটির সদস্যের উত্তরাধিকারীদেরই। এমনকী তাঁর বাড়িটিকেই...

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে...
Exit mobile version