Sunday, May 4, 2025

বিশেষ প্রতিনিধি,ঢাকা

প্রজনন বাড়াতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ প্রশাসন।কিন্তু, ইলিশ মাছ ধরা আটকানো যাচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় অনেক মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে।
নিষেধ অমান্য করে মাছ ধরা অব্যাহত থাকায় ওপার বাংলায় অভিযান জোরদার করেছে মৎস্য বিভাগ। শনিবার, মাদারীপুরে শিবচরে ৩১জন মৎস্যজীবীকে আটক করা হয়। তারা পদ্মা নদীতে ইলিশ ধরছিল বলে অভিযোগ। বাংলাদেশের ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দিয়েছে।

আরও পড়ুন- এবার পুরভোটেও “গোল্লা” পাওয়ার আশঙ্কায় ভুগছে CPM
শিবচর উপ জেলার মৎস্য বিভাগের আধিকারিক ফেরদৌস ইবনে রহিম জানান, জেলা প্রশাসনের আধিকারিক, শিবচর উপজেলা মৎস্য দফতর , কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত কাঁঠালবাড়ি, বাংলাবাজার, চরজানাজার, নাওডোবাসহ পদ্মা নদীর কয়েকটি এলাকায় অভিযান চালানো হয়। ওই অভিযানে ৩১ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়। তাদের ১ বছর করে কারাদণ্ড এবং ১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই অভিযানে প্রায় ২০ কেজি ইলিশ এবং ২০ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল বাজেয়াপ্ত করা হয়।আসলে এই সময় ইলিশের প্রজননের সময়।তাই এই বিষয়ে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে পুলিশ।

মৎস্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন, প্রতি বছর আশ্বিনের ভরা পূর্ণিমার ১৫ থেকে ১৭ দিন, ডিম পাড়ার জন্য, সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে আসে। তাই এই সময় ইলিশ ধরা বন্ধ থাকে। ২০০৮ সাল থেকেই এই নিয়ম চলে আসছে। ইলিশের উৎপাদন বাড়াতে এবং ইলিশ যাতে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে সেই জন্য ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সমগ্র দেশেই ইলিশ ধরা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version