মালিকের ৫০ লক্ষ টাকা নিয়ে চম্পট চালক, পুলিশি তৎপরতায় উদ্ধার বেশিরভাগ অর্থই

মালিকের ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও গাড়িচালক। শেষমেষ পুলিশি তৎপরতায় গ্রেফতার গাড়িচালক। খোয়া যাওয়া ৫০ লক্ষের মধ্যে উদ্ধার হয়েছে ৪৩ লক্ষ ৫০ হাজার। সৌজন্যে ভবানীপুর থানার পুলিশ। পুরো বিষয়টি টুইট করে জানানো হয়েছে ডিসি সাউথের (DC, South)তরফে।

গাড়ির চালক ৫০ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে। এই বিষয়ে গত ৮ অক্টোবর ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন প্রভাসচন্দ্র পতি নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। এরপরেই পুলিশের হাতে ধরা পড়ে গাড়িচালক। খড়দহ থানার পুলিশের সাহায্যে ওই গাড়িচালককে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। পুলিশের জেরায় টাকা চুরির কথা স্বীকার করে নিয়েছে ওই গাড়িচালক। তাঁর সাফাই, মালিকের অত্যাচার সহ্য করতে না পেরেই সে এই কাজ করেছে। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা। বাকি টাকা উদ্ধারের জন্য তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন- ধান্দাবাজ বিজেপির কথায় কান দেবেন না: আসানসোলবাসীর পাশে থাকার বার্তা বাবুলের

 

advt 19

 

 

Previous articleধান্দাবাজ বিজেপির কথায় কান দেবেন না: আসানসোলবাসীর পাশে থাকার বার্তা বাবুলের
Next articleহিমাচলপ্রদেশে নিখোঁজ ৬ বাঙালি ট্রেকার-সহ ১০ পর্যটক, বাংলায় উদ্বিগ্ন পরিবার