Wednesday, July 16, 2025

যৌনতায় অভ্যস্তকেও ধর্ষণ গুরুতর অপরাধ: যুগান্তকারী মন্তব্য কেরল হাইকোর্টের

Date:

Share post:

বাবা ধর্ষণ করেছে নিজের মেয়েকে- এই নিকৃষ্টতম ঘটনার মামলায় যুগান্তকারী পর্যবেক্ষণ দিল কেরল হাইকোর্ট (Kerala High Court)। এদিন শুনানিতে বলা হয়েছে, কোনও মহিলা যদি যৌনতায় অভ্যস্তও থাকেন, তাহলেও তাঁকে ধর্ষণের (Rape) অপরাধ লঘু করে দেখা যাবে না। এক ব্যক্তির বিরুদ্ধে কন্যাকে লাগাতার ধর্ষণের অভিযোগের মামলা দায়ের হয়। তার শুনানিতেই ওই মন্তব্য করেন বিচারপতি। আসামীকে ধর্ষণের মামলায় ১২ বছর এবং পকসো (Pacso) আইনে ১৪ বছর কারাবাসের সাজা শুনিয়েছে হাইকোর্ট।

অভিযোগ, সে দিনের পর দিন নিজের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে ওই ব্যক্তি। তার ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে অভিযুক্তের দাবি, তার মেয়ে স্বীকার করেছে সে একাধিক ব্যক্তির সঙ্গেই যৌন সম্পর্কে লিপ্ত ছিল। আর সেই সম্পর্কের কারণেই সে অন্তঃসত্ত্বা হয়েছে বলে দাবি করে ওই ব্যক্তি। এর জবাবেই বিচারপতি আর নারায়ণ পিশরাড়ি বলেন, যদি দেখা যায় কোনও মহিলা নিয়মিত যৌন সম্পর্কে লিপ্ত, তবুও তাঁকে ধর্ষণ করার অপরাধ লঘু করে দেখানো যায় না। সেই সঙ্গে আদালত জানায়, ২০১৩ সালে জন্ম নেওয়া নির্যাতিতার সন্তানের ডিএনএ (Dna) পরীক্ষায় জানা গিয়েছে শিশুটির আসামীই।

শুনানিতে বিচারপতি বলেন, সময় কোনও অরণ্যরক্ষীর চোরাশিকারী হয়ে ওঠা কিংবা সরকারি কোষাগারের রক্ষীর ডাকাতি করার চেয়েও নিকৃষ্ট অপরাধ কোনও বাবার নিজের মেয়ের ধর্ষক হয়ে ওঠা। সন্তানের নিরাপদ আশ্রয় হল বাবা। তাই বাবা যদি নিজের মেয়েকে ধর্ষণ করে তবে তার থেকে নিকৃষ্ট অপরাধ আর কিছু হতে পারে না। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ধর্ষণের মামলায় ১২ বছর এবং পকসো আইনে ১৪ বছর কারাবাসের সাজা শুনিয়েছে কেরল হাইকোর্ট।

আরও পড়ুন- হেলিকপ্টারে উত্তরাখণ্ডের দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখে সাহায্যের আশ্বাস শাহের

 

advt 19

 

spot_img

Related articles

ডবল ইঞ্জিনের সরকারের বাংলা-বিদ্বেষ! বুধে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজপথে হাঁটবেন অভিষেকও

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বাংলাভাষী তথা বাঙালিদের চূড়ান্ত হেনস্থা। প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা...

কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সম্প্রদায়ের, সেই বাঙালি মতুয়াদের হেনস্থা মহারাষ্ট্রে!

বিদ্বেষের রাজনীতিই অস্ত্র কেন্দ্রের বিজেপি সরকারের। আর এবার সেই অস্ত্রের কোপ এসে পড়ল কেন্দ্রীয় মন্ত্রীর সম্প্রদায়ের মানুষের উপর।...

বাঘ শুধু জাতীয় পশু নয়, আত্মার প্রতীক: ‘শের’-এর উদ্যোগে বাঘ দিবসে বার্তা সংরক্ষণের

প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এগিয়ে এল সোসাইটি ফর হেরিটেজ এন্ড ইকোলজিক্যাল রিসার্চেস (শের)। এই সংগঠনের...

ভারী বৃষ্টি ও জলছাড়ে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি! জেলাভিত্তিক পর্যবেক্ষণে প্রশাসনের আধিকারিকরা 

ডিভিসি-র জল ছাড়ার সঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় জলমগ্নতা ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত...