Thursday, August 28, 2025

গড়িয়াহাটের জোড়া খুনে মিঠুর ১৪ দিনের পুলিশ হেফাজত, মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি

Date:

গড়িয়াহাটের (Gariahat) কাঁকুলিয়ায় জোড়া খুনে ধৃত মিঠু হালদারের (Mithu Halder) ১৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। ৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। কর্পোরেট কর্তা সুবীর চাকি (Subir Chaki) ও তাঁর চালক রবীন মণ্ডলকে (Rabin Mondol) খুনের ঘটনায় মূল অভিযুক্ত মিঠুর বড় ছেলে ভিকি ও তার কয়েকজন বন্ধু এখনও নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ছেলেকে সঙ্গে নিয়ে খুনের ‘‌ব্লু-‌প্রিন্ট’‌ তৈরি করেছিল আয়া মিঠু হালদার। কোথা থেকে পালাতে হবে- তার সমস্তটাই বাতলে দেয় সে।

আরও পড়ুন-ত্রিপুরার জন্য তৃণমূল: বিপ্লব রাজ্যে নয়া কর্মসূচি ঘোষণা ঘাসফুল শিবিরের

মিঠু হালদার ছাড়াও তাঁর বড় ছেলে ভিকি-সহ ৫ জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। এই পাঁচজনই বারবার টাওয়ার লোকেশন বদলাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। জেরায় মিঠু জানান, লুঠের উদ্দেশ্যেই খুন করা হয় সুবীর চাকিকে। ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও মিঠু কাছাকাছি ছিল বলে মনে করছেন গোয়েন্দারা।

এদিকে খুনের ঘটনায় আপাতত জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে মিঠু হালদারের স্বামী সুভাষ হালদারকে। তিনি জানান, এক বছর আগে তাঁকেও টাকার জন্য খুন করতে চেয়েছিল তাঁর স্ত্রী মিঠু ও ছেলে ভিকি। এদের কঠিন শাস্তি দাবি করেন সুভাষ।

 

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version