আদিবাসী শিক্ষককে চোর সন্দেহে মারধরের প্রতিবাদে বিক্ষোভ মালদহে

আদিবাসী শিক্ষককে চোর সন্দেহে মারধরের প্রতিবাদে এবং মূল অভিযুক্ত ইংরেজবাজার পৌরসভার প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরীকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল আদিবাসী সিঙ্গল অভিযান সহ বিভিন্ন আদিবাসী সংগঠন। শুক্রবার সকাল থেকেই আদিবাসীরা হাতে তির ধনুক নিয়ে রথবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তার পাশাপাশি গোটা শহর জুড়ে মিছিল করে বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্যরা। এদিকে ৩৪ নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষন অবরোধ করে রাখায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

উল্লেখ্য সম্প্রতি ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চ পল্লী এলাকায় চোর সন্দেহে আদিবাসী শিক্ষক সুদীপ টুডুকে মারধোর করে প্রাক্তন কাউন্সিলর পরিতোষ চৌধুরী সহ অন্যান্যরা বলে অভিযোগ। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পরিতোষ চৌধুরী এখনো পলাতক। মূল অভিযুক্তকে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবিতে এই করে বিক্ষোভ । কয়েক ঘণ্টা অবরোধ চলার পর ইংরেজবাজার থানা পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ ওঠে।

advt 19

 

 

Previous articleনকল’ পিস্তলের বদলে ‘আসল’ পিস্তল নিয়ে শুটিং করতে গিয়ে ঘটে গেল বড় বিপদ
Next articleবাতিল হওয়া ভারত-ইংল‍্যান্ড পঞ্চম টেস্ট ম‍্যাচ হবে জুলাইয়ে, জানাল ইসিবি