শহরে মেগা স্পোর্টস টাউনশিপে গড়ে উঠছে ১০ হাজার ফ্ল্যাট, প্রচুর কর্মসংস্থানের সুযোগ

শহরে এবার মেগা স্পোর্টস টাউনশিপ গড়তে চলেছে মার্লিন গ্রুপ। নিউটাউন ও রাজারহাট চৌমাথার সংলগ্ন এলাকায় এই স্পোর্টস টাউনশিপ গড়ে তোলা হবে। ৪৫ একর জমির উপর এই প্রকল্পে ১০ হাজার ফ্ল্যাট তৈরি হবে। প্রথম পর্যায়ে ১৫ একর জমিতে কাজ এগবে। সেখানে ২ হাজার ৫২৯টি ফ্ল্যাট হবে। এর মধ্যে ৯৬৮টি ফ্ল্যাট লটারির মাধ্যমে বিক্রি হবে। দু’টি বেড রুম বিশিষ্ট ফ্ল্যাটের দাম ২৯ লক্ষ ও ৩২ লক্ষ টাকা। তিনটি শোওয়ার ঘর হলে, তার দর ৩৫.৫ লক্ষ ও ৩৯.৫ লক্ষ টাকা। মার্লিন গ্রুপ জানিয়েছে, এই প্রকল্পটিতে থাকবে অত্যাধুনিক ক্রীড়া অ্যাকাডেমি, যেখানে শিশুদের প্রশিক্ষণ দেবেন বিশ্বখ্যাত খেলোয়াড়রা। থাকবে আন্তর্জাতিক মানের পরিকাঠামো। খেলার পরিকাঠামো গড়তেই মার্লিন খরচ করবে ২৫০ কোটি টাকা।

 

পূর্ব ভারতে এই প্রথম কোনও আবাসন নির্মাতা সংস্থা এমন থিম ভিত্তিক প্রকল্প গড়ছে বলে দাবি করেছে মার্লিন গ্রুপ। তাদের আরও দাবি, সরাসরি কর্মসংস্থান হবে প্রায় ৭ হাজার মানুষের এবং পরোক্ষভাবে কাজ পাবেন ২৫ হাজার কর্মী। প্রকল্পটির বিপণনে জোর দিতে একটি কর্পোরেট ফুটবল লিগ চালু করছে মার্লিন। তার নাম রাইস প্রিমিয়াম লিগ বা আরপিএল। প্রকল্পটির বিপণন কৌশল হিসেবে যে ফুটবল লিগ চালু হচ্ছে, তাতে অংশ নেবে ১৬টি কর্পোরেট সংস্থা। ২৩ ও ২৪ অক্টোবর রাজারহাট চৌমাথায় লিগের খেলা হবে। দু’টি প্রদর্শনী ম্যাচও থাকবে। মানস ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়ের মতো অতীতের প্রখ্যাত ফুটবলাররা এই লিগের মেন্টর হিসেবে থাকছেন। লিগের লোগো ও জার্সির উদ্বোধন করেন অভিনেত্রী রাইমা সেন।

 

 

 

Previous articleত্রিপুরার জন্য তৃণমূল: নির্বাচনকে নজর রেখে আগরতলা থেকে শুরু জনসংযোগ কর্মসূচি
Next articleটিকাকরণে VIP সংস্কৃতি আসতে দেওয়া হয়নি: প্রধানমন্ত্রী