Sunday, August 24, 2025

ত্রিপুরার জন্য তৃণমূল: নির্বাচনকে নজর রেখে আগরতলা থেকে শুরু জনসংযোগ কর্মসূচি

Date:

সামনে ত্রিপুরার(Tripura) পুরসভা নির্বাচন। প্রথমবারের জন্য ত্রিপুরার মাটিতে এই নির্বাচনে অংশগ্রহণ করছে ঘাসফুল শিবির(TMC)। আর সেই লক্ষ্যে বিজেপির(BJP) বিরুদ্ধে কোমর বেঁধে লড়াইয়ে নামতে ত্রিপুরায় জনসংযোগ কর্মসূচি ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ ঘোষণা করেছিল স্থানীয় নেতৃত্ব। সেই অনুযায়ী শুক্রবার থেকে শুরু হল নয়া কর্মসূচি। আজ সকালে আগরতলা লেক চৌমহনী বাজার থেকে কর্মসূচীর সূচনা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব(Sushmita Dev), সুবল ভৌমিকের(Subal Bhaumik) মত শীর্ষ নেতৃত্বরা।

এদিন জনসংযোগ কর্মসূচির সূচনা পর্বে সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্যসভার সংসদ সুস্মিতা দেব বলেন, “আজকে আমরা তৃণমূলের নতুন কর্মসূচি ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ শুরু করেছি। এই উপলক্ষে আমরা ত্রিপুরার সাধারণ মানুষকে বলতে চাই তৃণমূল কংগ্রেস ত্রিপুরাবাসীর জন্য আছে এবং থাকবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের বার্তা আমরা ত্রিপুরার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই জনসংযোগ শুরু করেছি। আগরতলা লেইক চৌমহনী বাজার থেকে কর্মসূচীর সূচনা হয়েছে। এখান থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ব্লক এর প্রত্যেকটা বাজারে যাব এবং তৃণমূলের যে সুশাসনের বার্তা সেটা পৌছে দেবো মানুষের কাছে। আমার বিশ্বাস আগামী পৌরসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে তৃণমূলের পুরোবোর্ড হবে তৃণমূলের সরকার হবে।”

পাশাপাশি সুবল ভৌমিক বলেন, “আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০ দিনের কর্মসূচি দিয়েছেন। আজ আগরতলা থেকে আমাদের এই কর্মসূচির সূচনা হলো। বিগত চার বছরে এই বিজেপি সরকার সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। মানুষ শান্তিতে ঘুমোতে পারছেনা। বিশেষ করে আগরতলা শহরে অরাজক অবস্থা তৈরি করা হয়েছে। গুণ্ডাবাহিনী দিয়ে সাধারন মানুষকে ধমকানো চমকানো চলছে। আগরতলা পুরোপরিষদের কোনও পরিষেবা নেই এখানে। গোটা এলাকায় চতুর্দিকে জঞ্জালের স্তুপ। এই অবস্থায় মানুষ পরিবর্তন চাইছে। জনগণ আমাদের পাশে রয়েছে, আমরা নিশ্চিত আমরা লড়ব এবং জিতব।”

 

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version