Sunday, November 9, 2025

ঠ্যালার নাম বাবাজি! তৃণমূল সক্রিয় হতেই হঠাৎ গোয়া নিয়ে ঘুম ভাঙল মোদির

Date:

Share post:

একেই বলে ঠ্যালার নাম বাবাজি! এতদিন পর ঘুম ভাঙল। বছরের পর বছর উন্নয়ন বিমুখ দ্বীপরাজ্য গোয়া (Goa)। ৪০ আসন বিশিষ্ট গোয়ায় নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়নি বিজেপি (BJP)। বরং, শেষ বিধানসভা ভোটে দ্বিতীয় দল হিসেবে লড়াই শেষ করেছিল। ম্যাজিক ফিগারে পৌঁছতে না পারলেও একক বৃহত্তর দল হিসেবে কংগ্রেসকে (Congress) নির্বাচিত করেছিল গোয়ার মানুষ। কিন্তু কেন্দ্রে বিজেপির শাসানি আর রাজ্যে নিজেদের অপদার্থতায় সরকার গড়তে ব্যর্থ হয় কংগ্রেস। ঘোড়া কেনাবেচা করে দ্বীপরাজ্য কার্যত অনৈতিক ভাবে ক্ষমতা দখল করে বসে আছে বিজেপি।

এহেন গোয়ায় এবার সংগঠন বিস্তার করছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। বছর পড়লেই ফেব্রুয়ারিতে দ্বীপরাজ্য বিধাবসভা নির্বাচন (Assembly Election)। তার আগে দলে দলে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক। এরই মাঝে ২৮ অক্টোবর ৪দিনের গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের বিরুদ্ধে সব বিরোধী দল, ব্যক্তি ও সংগঠনকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই খবরে থরহরি কম্প অবস্থা বিজেপির।

সাগরপাড়ের চোরাবালিতে দল যে ডুবতে চলেছে তা টের পেয়ে হঠাৎ ঘুম ভাঙল নরেন্দ্র মোদির। শনিবার তৃণমূল নেত্রী গোয়া সফরের ঘোষণার পরই বিজেপির তরফে এক টুইট করে রাজ্যে ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই ঘাসফুল শিবিরকে নিশানা করার চেষ্টা হয়েছে। দলের তরফে নরেন্দ্র মোদির (Narendra Modi) নামে এক টুইট করে বলা হয়েছে, গোয়ায় ফুটবল নিয়ে উন্মাদনবা অন্যরকম। নতুন উদ্যমে ও আত্মবিশ্বাস নিয়ে কাজ করবে গোয়া।

এখানেই শেষ নয়। এদিন সেই এক ভিডিও কনফারেন্স-এ
গোয়া নিয়ে বেশ লম্বা-চওড়া কথা বলতে শোনা যায় প্রধানমন্ত্রী মোদিকে। তাঁর কথায়, ভারতের পর্যটন শিল্পের ক্ষেত্রে প্রধানতম কেন্দ্র গোয়া। আর সেই কারণেই ভারতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। মোদির মতে, গোয়ায় শহুরে ও গ্রাম্য দু’ধরনের সংস্কৃতিই এমন ভাবে মিলেমিশে রয়েছে যে তা অর্থনীতিকে আরও ঋদ্ধ করেছে। প্রধানমন্ত্রীর কথায়, ”আত্মনির্ভর ভারত গড়ে তুলতে যা যা প্রয়োজন তার সবই রয়েছে গোয়ায়।”

মহিলাদের জন্য কেন্দ্রের যে সব প্রকল্প রয়েছে সেগুলিও গোয়ায় খুব ভাল ভাবে কার্যকর করা গিয়েছে বলেই দাবি মোদির। তিনি এদিন জানিয়েছেন, কীভাবে তৃণমূল স্তরে সাফল্যের নজির গড়েছে গোয়া। মোদি বলেন, নয়া পরিকাঠামোর সাহায্যে গোয়ায় কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের উপার্জনও বাড়ছে। তাঁর কথায়, “এবছর গোয়ার গ্রামীণ পরিকাঠামোর আধুনিকীকরণের তহবিল আগের তুলনায় ৫ গুণ বাড়ানো হয়েছে।”

রাজনৈতিক মহলের একাংশের দাবি, গত ১০ বছর ক্ষমতায় থাকলেও গোয়ায় সেভাবে উন্নয়ন করে দেখাতে পারেনি বিজেপি। সেভাবে কংগ্রেস সহ কোনও বিরোধী দল বিজেপির দিকে আঙুল তোলার সাহস দেখায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটের আগে গোয়ায় যেভাবে নিজেদের পালে হাওয়া দিয়েছে, তাতে শঙ্কিত গেরুয়া শিবির। ক্ষমতা হাতছাড়া হওয়ার প্রবল আশঙ্কা থেকে খোদ প্রধানমন্ত্রী মোদিকে দিয়ে গোয়ায় বিজ্ঞাপন করাতে হচ্ছে বিজেপিকে।

আরও পড়ুন:প্রাক্তন সেনাদের চিকিৎসায় বরাদ্দবৃদ্ধির দাবি সুদীপের

advt 19

 

 

spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...