Thursday, August 21, 2025

১৪ টি ছবির মধ্যে ১৫ জন জুরি মেম্বার অস্কারের জন্য বেছে নিলেন তামিল ছবি ‘কোজাঙ্গাল’কে

Date:

লড়াইটা খুব সহজ ছিল না। ১৪টি হিন্দি ও আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল ৫টি হিন্দি ছবি। আর প্রত্যেককেই নামকরা। ‘শেরশাহ’, ‘কাগাজ়’, ‘তুফান’, ‘সর্দার উধাম’ ও ‘শেরনি’। অন্যদিকে ৯টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে ছিল ম্যান্ডেলা (তামিল), ‘আতা ভেল, জালি’ (মারাঠি), ‘কোজাঙ্গাল’ (তামিল), ‘ব্রিজ’ (অহমিয়া), ‘চেল্লো শো’ (গুজরাটি), ‘গোদাভরী’ (মারাঠি), ‘কারখানিসাঞ্চি ওয়াড়ি’ (মারাঠি), ‘নায়াট্টু’ (মালায়ালাম) ও ‘লয়লা অউর সাত গীত’ (গোজরি) ।

 

কিন্তু সবাইকে হারিয়ে জুরিদের মন জিতে নেয় তামিল ছবি কোজাঙ্গাল। পরিচালক পি এস বিনোথরাজ। ছবিটি মনোনীত হয়েছে ২০২২ সালের অস্কারের জন্য। ইংরেজিতে‘কোজ়াঙ্গাল’ অর্থ ‘পেবলস’, অর্থাৎ নুড়ি পাথর। ছবির ইংরেজি পোস্টারেও লেখা সেই শব্দই। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ছবিটি। এবার বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চে জায়গা পেল নবাগত পরিচালক বিনোথরাজের এই ছবি। ২০২২ সালের অস্কারের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে এই তামিল ছবিটি।

ঝাড়াই – বাছাই পর্ব বেশ কয়েকদিন ধরেই চলছিল। আর এই কাজটি হচ্ছিল কলকাতার বিজলী সিনেমা হলে। ১৫জনের জুরি মেম্বারদের মধ্যে ছিলেন সভাপতি সাঝি করুণ, রবীন্দ্র যাদব, বিপুল মেহতা, নভনয়েত সিং, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অর্ঘ্যকমল মিত্র, রুমা সেনগুপ্ত, পমপল্লী, জি ভাগীরাধা, পি সুকুমার, আভিএম কে শানমুগাম, সুমিত বসু ও অনন্যা চট্টোপাধ্যায়। এঁরা প্রত্যেকেই গত কয়েকদিন ধরে বিজলী সিনেমাহলে বসে ছবি দেখেছেন এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, যে ২০২২ সালের অস্কারের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করবে ঝকঝকে তরুণ ও নতুন পরিচালক পি এস বিনোথরাজের তামিল ভাষার ছবি ‘কোজাঙ্গাল’।

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পুরস্কারের নাম অস্কার বাা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ২০২২ এর মার্চ মাসে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে পালিত হবে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version