Saturday, August 23, 2025

নির্বাচন মুখর পাঞ্জাবে(Punjab) অমরিন্দর সিংয়ের(Amrinder Singh) সঙ্গে কংগ্রেসের(Congress) সংঘাত ক্রমশ তীব্র হয়ে উঠছে। সম্প্রতি নতুন দল ঘোষণা করে পাঞ্জাব নির্বাচনে লড়াইয়ে নামার হুঁশিয়ারি দিয়েছেন অমরিন্দর সিং। পরিস্থিতি বুঝে বিজেপির সঙ্গে তিনি যে জোট করতে পারেন তারও আভাস দিয়েছেন। এহেন অবস্থায় মাঝে অমরিন্দরকে বিড়ম্বনায় ফেলার কৌশল নিল কংগ্রেস। শুক্রবার পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুখজিন্দর রনধাওয়া বলেন, অমরিন্দরের পাকিস্তানি সাংবাদিক বান্ধবী আরুসা আলমের ভূমিকা নিয়ে তদন্ত হবে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ক্যাপ্টেনের এই বান্ধবীর জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা উচিত।

রনধাওয়া জানিয়েছেন, ক্যাপ্টেন বলছেন পাঞ্জাবের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে আইএসআই। সেহেতু আরুশা আলমের সঙ্গে আইএসআইয়ের সম্পর্ক নিয়ে তদন্ত করবো আমরা। ইতিমধ্যেই পাঞ্জাব পুলিশ প্রধানকে এ বিষয়ে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে ড্রোন আসার ইস্যুটি গত সাড়ে চার বছর ধরে বারবার তুলেছেন অমরিন্দর। পরে বিএসএফ মোতায়েন হয়েছিল। তাই, এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেই মনে হচ্ছে।

উল্লেখ্য, ২০০৪ সালে পাকিস্তান সফরে সাংবাদিক অরুসার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অমরিন্দর সিংয়ের। পরে একাধিকবার অমরিন্দর বাড়িতে আসেন ওই পাক সাংবাদিক। অমরিন্দর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। পরে পাকসেনা কর্তাদের সঙ্গে আরুসা ছবি ভিডিও প্রকাশ্যে আসার পর অমরিন্দর এর সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে শোরগোল শুরু হয়। পাঞ্জাবের নির্বাচন পূর্বে এই ইস্যুকে হাতিয়ার করেই এবার ক্যাপ্টেনকে বিড়ম্বনায় ফেলতে চাইছে কংগ্রেস।

 

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version