Tuesday, November 11, 2025

অমরিন্দরের পাক বান্ধবীর ISI যোগ, তদন্ত করবে পাঞ্জাব সরকার

Date:

নির্বাচন মুখর পাঞ্জাবে(Punjab) অমরিন্দর সিংয়ের(Amrinder Singh) সঙ্গে কংগ্রেসের(Congress) সংঘাত ক্রমশ তীব্র হয়ে উঠছে। সম্প্রতি নতুন দল ঘোষণা করে পাঞ্জাব নির্বাচনে লড়াইয়ে নামার হুঁশিয়ারি দিয়েছেন অমরিন্দর সিং। পরিস্থিতি বুঝে বিজেপির সঙ্গে তিনি যে জোট করতে পারেন তারও আভাস দিয়েছেন। এহেন অবস্থায় মাঝে অমরিন্দরকে বিড়ম্বনায় ফেলার কৌশল নিল কংগ্রেস। শুক্রবার পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুখজিন্দর রনধাওয়া বলেন, অমরিন্দরের পাকিস্তানি সাংবাদিক বান্ধবী আরুসা আলমের ভূমিকা নিয়ে তদন্ত হবে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে ক্যাপ্টেনের এই বান্ধবীর জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখা উচিত।

রনধাওয়া জানিয়েছেন, ক্যাপ্টেন বলছেন পাঞ্জাবের জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে আইএসআই। সেহেতু আরুশা আলমের সঙ্গে আইএসআইয়ের সম্পর্ক নিয়ে তদন্ত করবো আমরা। ইতিমধ্যেই পাঞ্জাব পুলিশ প্রধানকে এ বিষয়ে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তান থেকে ড্রোন আসার ইস্যুটি গত সাড়ে চার বছর ধরে বারবার তুলেছেন অমরিন্দর। পরে বিএসএফ মোতায়েন হয়েছিল। তাই, এর পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে বলেই মনে হচ্ছে।

উল্লেখ্য, ২০০৪ সালে পাকিস্তান সফরে সাংবাদিক অরুসার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অমরিন্দর সিংয়ের। পরে একাধিকবার অমরিন্দর বাড়িতে আসেন ওই পাক সাংবাদিক। অমরিন্দর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। পরে পাকসেনা কর্তাদের সঙ্গে আরুসা ছবি ভিডিও প্রকাশ্যে আসার পর অমরিন্দর এর সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়ে শোরগোল শুরু হয়। পাঞ্জাবের নির্বাচন পূর্বে এই ইস্যুকে হাতিয়ার করেই এবার ক্যাপ্টেনকে বিড়ম্বনায় ফেলতে চাইছে কংগ্রেস।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version