Wednesday, December 3, 2025

নব্যদের নিয়ে বাড়াবাড়ি করেছে বিজেপি: রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অনুপম

Date:

Share post:

ভোটের ফল নিয়ে বিজেপির (Bjp) রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য অনুপম হাজরার (Anupom Hazra)। ভোটের আগে হঠাৎ করে দলে আসা নেতা-নেত্রীদের নিয়ে অতিরিক্ত মাতামাতি করেছে বিজেপি। যার প্রভাব পড়েছিল পুরনো নেতা-কর্মীদের মনে। যার ফলে তাঁরা দলের প্রতি অভিমান করেছিলেন। গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য করেন অনুপম হাজরা।

রবিবার শান্তিনিকেতনে বাউলের আখড়ায় যান তিনি। সেখানে গান শোনেন, চা খান। তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুপম হাজরা বলেন, ভোটের আগে তৃণমূল (Tmc) থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিয়েছিল দল। নেতারা এমন ভাব দেখিয়েছিলেন যেন দলে হঠাৎ করে আসা লোকেরাই আসল। ফলে তাতে অসন্তুষ্ট হন বিজেপির পুরনো নেতা-কর্মীরা। “চলচ্চিত্র জগৎ থেকে আসা ব্যক্তিদের নিয়ে বেশি নাচানাচি হয়েছিল। দলে কোণঠাসা হয়ে গিয়েছিলেন পুরানো নেতা কর্মীরা।” বিজেপির রাজ্য নেতৃত্ব কৌশলে ভুল করেছিলেন বলেও এদিন তোপ দাগেন অনুপম।

তবে, এই প্রথম নয়। বিধানসভা নির্বাচনের পরেও বিজেপির বিরুদ্ধে লবিবাজির অভিযোগ করেছিলেন এই নেতা। তবে, যতবারই বিতর্ক হয়েছে ততবারই নিজেকে দলের একনিষ্ঠ কর্মী বলে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেছেন অনুপাম হাজরা। এবার বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলে শাস্তির মুখে পড়েন কি না সেটাই দেখার।

advt 19

 

spot_img

Related articles

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...

SIR প্রক্রিয়া চলাকালীন ‘হেল্প ক্যাম্প’: কীভাবে সাহায্য পাবেন, বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর প্রক্রিয়ার কারণে রাজ্যে প্রাণ গিয়েছে ৩৯ জন মানুষের। এখনও ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।...