“ন্যূনতম চিকিৎসা পরিষেবা নেই ত্রিপুরায়”, আক্রান্ত তৃণমূল যুব নেতা ভর্তি হলেন SSKM-এ

ত্রিপুরা আক্রান্ত তৃণমূলের (Tmc) যুব নেতা মামুন খানকে (Mamun Khan) কলকাতা এসএসকেএম (Sskm) হাসপাতাল ভর্তি করা হল। তাঁকে ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। রবিবার, সকালের বিমানে মামুনকে ত্রিপুরা থেকে নিয়ে আসেন সাংসদ ডা: শান্তনু সেন (Shantanu Sen)। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ত্রিপুরার বিপ্লব দেবের সরকার বিরোধীদের উপর হামলা চালাতে পারে। কিন্তু সে রাজ্যের মানুষকে ন্যূনতম চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকাঠামো নেই। এই কারণেই সুচিকিৎসার জন্য ত্রিপুরা থেকে বাংলায় নিয়ে আসতে হচ্ছে আক্রান্তদের।

ত্রিপুরায় বারবার আক্রান্ত হচ্ছেন তৃণমূলের নেতা-কর্মীরা। শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে যুব নেতৃত্ব- সবার উপরে আঘাত আসছে। জনসংযোগ অভিযানে বেরিয়ে আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের যুব নেতা মামুন খান। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ, সেখানে সঠিক চিকিৎসা পরিকাঠামো না থাকায় অবস্থার কোনও উন্নতি হয়নি। আক্রান্ত যুবনেতাকে এদিন সকালের বিমানে নিয়ে আসেন শান্তনু সেন। তৃণমূল সাংসদ বলেন, ত্রিপুরায় বিজেপির এই অপশাসনের জবাব পুরভোটের সেমিফাইনালে মানুষ দেবেন। আর ২০২৩-এ ফাইনাল বিধানসভার নির্বাচনে বিজেপিকে বিদায় জানাবে ত্রিপুরাবাসী।

advt 19

 

Previous article৪৭ তম জুনিয়ার ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপের তিন ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় নীলাব্জার
Next articleনব্যদের নিয়ে বাড়াবাড়ি করেছে বিজেপি: রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অনুপম