Wednesday, August 27, 2025

নব্যদের নিয়ে বাড়াবাড়ি করেছে বিজেপি: রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অনুপম

Date:

ভোটের ফল নিয়ে বিজেপির (Bjp) রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক মন্তব্য অনুপম হাজরার (Anupom Hazra)। ভোটের আগে হঠাৎ করে দলে আসা নেতা-নেত্রীদের নিয়ে অতিরিক্ত মাতামাতি করেছে বিজেপি। যার প্রভাব পড়েছিল পুরনো নেতা-কর্মীদের মনে। যার ফলে তাঁরা দলের প্রতি অভিমান করেছিলেন। গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়িয়ে মন্তব্য করেন অনুপম হাজরা।

রবিবার শান্তিনিকেতনে বাউলের আখড়ায় যান তিনি। সেখানে গান শোনেন, চা খান। তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অনুপম হাজরা বলেন, ভোটের আগে তৃণমূল (Tmc) থেকে আসা নেতাদের বেশি গুরুত্ব দিয়েছিল দল। নেতারা এমন ভাব দেখিয়েছিলেন যেন দলে হঠাৎ করে আসা লোকেরাই আসল। ফলে তাতে অসন্তুষ্ট হন বিজেপির পুরনো নেতা-কর্মীরা। “চলচ্চিত্র জগৎ থেকে আসা ব্যক্তিদের নিয়ে বেশি নাচানাচি হয়েছিল। দলে কোণঠাসা হয়ে গিয়েছিলেন পুরানো নেতা কর্মীরা।” বিজেপির রাজ্য নেতৃত্ব কৌশলে ভুল করেছিলেন বলেও এদিন তোপ দাগেন অনুপম।

তবে, এই প্রথম নয়। বিধানসভা নির্বাচনের পরেও বিজেপির বিরুদ্ধে লবিবাজির অভিযোগ করেছিলেন এই নেতা। তবে, যতবারই বিতর্ক হয়েছে ততবারই নিজেকে দলের একনিষ্ঠ কর্মী বলে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেছেন অনুপাম হাজরা। এবার বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলে শাস্তির মুখে পড়েন কি না সেটাই দেখার।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version