Monday, May 19, 2025

দলে যোগ দেওয়ার পরে প্রথম কোনও দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। রবিবার বিকেলের বিমানে সাংসদ সৌগত রায়ের(Sougata Roy) সঙ্গী হয়ে গোয়া উড়ে গেলেন বাবুল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি মাসের ২৮ তারিখ গোয়া সফরে যাবেন। তার আগে গোয়াতে সাংগঠনিক শক্তি বাড়াতে ও রাজনৈতিক পর্যালোচনা করতে গোয়া গেলেন বাবুল ও সৌগত।

ইতিমধ্যেই গোয়ায় ঘাঁটি গেড়ে রয়েছে সাংসদ ডেরেক ওব্রায়েন। সেখানে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলের সর্বভারতী সহ-সভাপতি লুইজিনহ ফ্যালারিওর নেতৃত্বে প্রত্যেকদিনই অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান চলছেই।

শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ট্যুইটারে গোয়াবাসীকে নতুন সরকার গড়ার ডাক দিয়ে সেখানকার প্রতিটি মানুষ, সংগঠন ও রাজনৈতির দলের কর্মী সংগঠকদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, গোয়ায় হবে নতুন সূর্যদয়, নতুন সকাল।

বছর ঘুরলেই গোয়ায় বিধানসভার নির্বাচন। সেখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে দল। মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরার পাশাপাশি গোয়া নিয়েও অত্যন্ত সিরিয়াস। তাই দলনেত্রীর গোয়া সফরের আগে একঝাঁক সাংসদ ও নেতাকে সেখানে পাঠিয়ে সংগঠনকে আরও মজবুত করতে চাইছে দল।

আরও পড়ুন- নব্যদের নিয়ে বাড়াবাড়ি করেছে বিজেপি: রাজ্য নেতৃত্বকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক অনুপম

 

 

 

Related articles

বাংলাদেশকে হারিয়ে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়ন ভারত

রুদ্ধশ্বাস লড়াইয়ে বাংলাদেশকে হারিয়ে অনুর্দ্ব-১৯ সাফকাপ(U-19 SAFF CUP) চ্যাম্পিয়ন ভারত। পেনাল্টিতে বাংলাদেশকে ৪-৩ গোলে হারাল মেন ইন ব্লুজ...

রাম-রাম রাজনীতির বোঁড়ে অভয়ার বাবা-মা! আচমকাই হাজির শিক্ষক আন্দোলন মঞ্চে

রাজ্য সরকার অপরাধীকে গ্রেফতার করে তার সর্বোচ্চ শাস্তির পথ সুগম করেছিল। আদালতে বিচারাধীন এই মামলা এখনও বিচার দিতে...

খুশির আবহ দার্জিলিং চিড়িয়াখানায় ! দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম দিল “রের”

সুখবর দার্জিলিংয়ের পদ্মজা নাইডু চিড়িয়াখানা থেকে। স্নো-লেপার্ড ‘রের’ এবং ‘নামকা’-র ঘরে এসেছে নতুন অতিথি। ১৩ মে রাতে ওই...

বীর সেনাদের প্রতি শ্রদ্ধা! তৃণমূলের শহিদতর্পণ কর্মসূচির দ্বিতীয় দিনে ব্যাপক সাড়া রাজ্যে 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে দেশের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা ও শহিদদের আত্মার শান্তি কামনায় রাজ্যজুড়ে পালিত হল তৃণমূল...
Exit mobile version