Monday, November 10, 2025

জ্বালানির জ্বালা! সেঞ্চুরির গণ্ডি পার করে ফের ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল

Date:

ঝড়ের গতিতে দাম বাড়ছে জ্বালানির। পরপর টানা ৫ দিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। রবিবার রাজ্যের ৭ জেলায় ১০০-র গণ্ডি পেরলো ডিজেল। জ্বালানির মূল্য বৃদ্ধি রোজকারনামচা হওয়ায় মাথায় হাত মধ্যবিত্তর। অতিমারী পর্বে জ্বালানির জ্বালায় পেটে টান পড়ছে আমজনতার।

আরও পড়ুন:বাড়ছে সংক্রমণ, করোনা রুখতে রাজ্যে কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশ মুখ্যসচিবের

রবিবার ঝাড়গ্রামেও সেঞ্চুরি করল ডিজেল। আজ ঝাড়গ্রামে রেকর্ড দরে বিকোচ্ছে পেট্রোল-ডিজেল। সেখানে আজ লিটার প্রতি পেট্রোলের দাম  ১০৮ টাকা ৯৪ পয়সা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ১৬ পয়সা। পুরুলিয়ায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ২৪ পয়সা, ডিজেলের দাম ১০০ টাকা ৪৮ পয়সা। দার্জিলিঙে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৬৪ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ৬৪ পয়সা।আলিপুরদুয়ারে পেট্রোলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ২৯ পয়সা, ডিজেলের দাম লিটারে ১০০ টাকা ৫২ পয়সা। কোচবিহারে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ১৭ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ৪০ পয়সা। কৃষ্ণনগরেও পেট্রোলের রবিবাসরীয় দাম ১০৯ টাকা ২৬ পয়সা এবং ডিজেলের দাম ১০০ টাকা ৪৯ পয়সা।মুর্শিদাবাদে পেট্রোল বিক্রি হচ্ছে লিটারে ১০৯ টাকা ৯ পয়সা দরে, সেখানে ডিজেলের দাম লিটার প্রতি ১০০ টাকা ৩৩ পয়সা।

কলকাতায় দুদিন বিরতি দিয়ে পর পর পাঁচদিন জ্বালানির দাম অস্বাভাবিক হারে বেড়েছে। রবিবার লিটারে ৩৩ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হল ১০৮ টাকা ১১ পয়সা।তবে সেঞ্চুরি না করলেও তার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ডিজেলও। লিটারে ৩৫ পয়সা বেড়ে আজ কলকাতায় ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৪৩ পয়সা। পরিসংখ্যান বলছে, শুধু অক্টোবরেই কলকাতায় ডিজেলের দাম বেড়েছে লিটারে প্রায় ৬ টাকা। গত ২৩ দিনে পেট্রোলের দাম লিটারে বেড়েছে সাড়ে ৫ টাকারও বেশি। এমতাবস্থায়  ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, কলকাতায় ডিজেল ১০০ টাকা ছুঁলে, ১ ঘণ্টা বন্ধ রাখা হবে পেট্রোল পাম্প।

সাধারণত পণ্য-সহ যেকোনও পরিবহণে ডিজেলেরই ব্যবহার বেশি হয়ে থাকে। তাই ডিজেলের দাম বাড়লে নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে অনান্য জিনিসের দাম বাড়বে বলে আশঙ্কা করাই যায়। একদিকে অতিমারী পর্ব , অন্যদিকে রুটিন মাফিক পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির জেরে অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। ইতিমধ্যেই টমেটোর দাম কেজিতে ১০০ টাকা, পেঁয়াজ হাফ সেঞ্চুরি পেরিয়েছে। কুড়িতে পৌঁছে গেছে আলু। সর্ষের তেল ডবল সেঞ্চুরি করেও ছুটছে। সবমিলিয়ে রুটিন মেনে জ্বালানির দাম বাড়ায় মধ্যবিত্তর মাথায় হাত। সংসার চলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে আমজনতাকে। কবে এর থেকে মুক্তি মিলবে সে প্রশ্নের উত্তর এখনও অধরা।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version