Monday, August 25, 2025

বাড়ছে সংক্রমণ, করোনা রুখতে রাজ্যে কনটেইনমেন্ট জোন তৈরির নির্দেশ মুখ্যসচিবের

Date:

উদ্বেগ বাড়িয়ে দুর্গোৎসবের পর কলকাতায় ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে রাজ্যের একাধিক জেলাতেও বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রন্ত হয়েছেন ৪৪৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩১৯। অর্থাৎ একদিনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল একশোরও বেশি। যা চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞ থেকে চিকিৎসকদের। এই অবস্থায় রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে নবান্নে রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

শনিবার করোনা (Covid 19) নিয়ে রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একাধিক নির্দেশিকা জারি করেছেন মুখ্যসচিব। সেই নির্দেশিকাগুলি হল, প্রয়োজন অনুযায়ী আবার কনটেইনমেন্ট জোন (Containment Zone) তৈরি করতে হবে। ইতিমধ্যেই কলকাতায় একটি কনটেইনমেন্ট জোন ও দুটি সেফ হোম চালু করার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও, রাত্রিকালীন বিধিনিষেধ (Night Curfew) কঠোরভাবে পালন করার পাশাপাশি মাস্কের (Musk) ব্যবহার আবশ্যিক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। এছাড়াও টিকাকরণের (Vaccination) ওপর আরও জোর দেওয়ার কথা বলেছেন তিনি।

স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিনের পরিসংখ্যান বলছে, কলকাতা, মালদা, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, পশ্চিম বর্ধমান ও দার্জিলিং জেলায় করোনা সংক্রমণের হার বেশি। তাই এইসব জেলার জেলাশাসকদের আরও বেশি করে সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। পাশাপাশি ৩টে ‘T’ অর্থাৎ টেস্টিং (Testing), ট্র্যাকিং (Tracking)ও ট্রিটমেন্টের (Treatment) দিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন- কংগ্রেস দিয়ে হবে না, বিজেপিকে দেশছাড়া করবে তৃণমূল, দাবি অভিষেকের

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version