Tuesday, May 20, 2025

নাসিকে পেঁয়াজের গুদামে আয়কর দফতরের তল্লাশি, ২৪ কোটি টাকা বাজেয়াপ্ত

Date:

অসাধু ব্যবসায়ীদের দাপটে লাগামছাড়া দাম বাড়ছিল পেঁয়াজের(Onion)। এহেন পরিস্থিতির মাঝেই নাসিকের(Nasik) পেঁয়াজের গুদামে হানা দিল আয়কর দফতর(Income Tax Department)। অন্তত ১০টি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ ২৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। শুধু তাই নয় প্রায় ১০০ কোটি টাকা বেহিসাবি লেনদেনের সন্ধান মিলেছে এই তল্লাশি অভিযানে। একই সঙ্গে উদ্ধার হয়েছে বেআইনিভাবে গুদামজাত করে রাখা বিপুল পরিমাণ পেঁয়াজ। আয়কর দপ্তরের এই অভিযানের জেরে এক ধাক্কায় পেঁয়াজের দাম অনেকখানি নেমে গিয়েছে।

জানা গিয়েছে, বাজারে পেঁয়াজের লাগামছাড়া দাম বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই অভিযান চালায় আয়কর দপ্তর। গত বৃহস্পতিবার থেকে এই অভিযান চালানো হয়েছিল। আয়কর দপ্তরের দাবি, বেআইনিভাবে পেঁয়াজ মজুত করে রেখে বাজারে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করায় ছিল এই অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য। আয়কর দপ্তরের তরফে জানা গিয়েছে, কৃষকদের থেকে সর্বোচ্চ ১০ টাকা দামে পেঁয়াজ কিনত এই অসাধু ব্যবসায়ীরা। অথচ হিসেবে দেখানো হতো পেঁয়াজ কেনা হয়েছে ৩০ টাকায়। খাতায়-কলমে যে হিসেবে দেখানো হয় সেখানে ৫ টাকা লাভ রেখে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হয় সাধারণ মানুষের কাছে। তবে মজুতদারদের এই লাভের পরিমাণ তার তুলনায় অনেকখানি বেশি। আর এই বিপুল লাভের ট্যাক্স সরকারকে ফাঁকি দেয় তারা।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে এই অসাধু ব্যবসায়ীদের নজরে রেখেছিল আয়কর দপ্তর। অবশেষে আঁটঘাট বেঁধে বৃহস্পতিবার তল্লাশি অভিযানে নামে ওই কেন্দ্রীয় সংস্থা। বলার অপেক্ষা রাখে না এই অভিযান এক বড় সাফল্য কৃত্রিম কালোবাজারির বিরুদ্ধে।

 

Related articles

সৌভিক, জ্যোতির্ময়ীদের হাতে উদ্বোধন ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম

অভিনব উদ্যোগ ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের(CSJC)। শহরের বুকে নয়, এবার জেলাতে স্পোর্টস মিউজিয়াম(Sports Museum)। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের...

এফডি-তে সুদের হার ফের কমাল এসবিআই!  ক্ষতির মুখে আমানতকারীরা

ফিক্সড ডিপোজিটে (FD) বিনিয়োগকারীদের জন্য বড় ধাক্কা। ফের একবার সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। সর্বশেষ...

সরকারি প্রকল্পে পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে থাকা টাকা ফেরত নেওয়ার উদ্যোগ রাজ্যের 

পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের খাতে পড়ে থাকা অব্যবহৃত অর্থ ফেরত নেওয়ার প্রক্রিয়া...

এভারেস্ট জয় মনোজ ভার্মার দেহরক্ষী কনস্টেবল লক্ষ্মীকান্তের! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পর্বত আরোহণের নতুন দৃষ্টান্ত গড়লেন পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল (Lakhsmikanta Mandol)। কলকাতার পুলিশ কমিশনার...
Exit mobile version