Wednesday, December 17, 2025

গোয়ার চায়ের দোকানে মিটিং করব: তৃণমূলের কর্মসূচিতে বাধায় চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

অনুমতি থাকা সত্ত্বেও গোয়ায় তৃণমূলের কর্মসূচিতে বাধা সরকারের। এই বিষয় নিয়ে শিলিগুড়ি থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ত্রিপুরা, উত্তরপ্রদেশের পর এবার গোয়াৎ তৃণমূলকে বাধা বিজেপি (Bjp) সরকারের। এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন মমতা। সোমবার, শিলিগুড়িতে (Siliguri) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “এভাবে আমাকে আটকানো যাবে না। আমি স্ট্রিট ফাইটার। রাস্তায় লড়াই করব। প্রয়োজনে চায়ের দোকানে বসে লড়াই করব।”

জাতীয়স্তরে দলের গুরুত্ব বাড়াছে তৃণমূল। ত্রিপুরার পরে গোয়াতেও সংগঠন বাড়াতে চাইছে জোড়া ফুল শিবির। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই দ্বীপরাজ্যে পৌঁছেছেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। ২৮ অক্টোবর যাওয়ার কথা তৃণমূল সুপ্রিমোর। সোমবার, ছিল ‘পিপলস চার্জশিট’ প্রকাশের অনুষ্ঠান। কিন্তু সেই কর্মসূচির অনুমতি দিল না গোয়ার সরকার। কী কারণে অনুমতি বাতিল হয়েছে, তা স্পষ্ট করেনি রাজ্য প্রশাসন।

এই ঘটনায় ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, গোয়ায় অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না বিজেপি। কথা বললেই গ্রেফতার করা হচ্ছে। “কিন্তু এভাবে আমাকে ভয় দেখানো যাবে না”। BJP শাসিত রাজ্যগুলিতে তৃণমূলকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে মমতা বলেন, “অসম, ত্রিপুরা, উত্তরাখণ্ড সব জায়গায় আমাদের আটকানো হচ্ছে। গোয়াতেও এদিন আমাদের আটকানো হয়েছে।” এরপরই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমরা রাস্তায়, চায়ের দোকানে বসে মিটিং করব। প্রতিটি চায়ের দোকানে তৃণমূলের কর্মীরা ছড়িয়ে পড়বে। আমরা সব জায়গায় মিটিং করতে জানি। আমাদের দল রাস্তা থেকেই উঠে এসেছে।”

আরও পড়ুন:গোয়ায় তৃণমূলের কর্মসূচির অনুমতি বাতিল, ‘পিপলস চার্জশিট’ প্রকাশ সৌগত-বাবুলদের

গত মাসেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ফ্যালেরিও। তারপরই গোয়ায় দলীয় সংগঠন মজবুত করার কাজ শুরু করেছে তৃণমূল।

advt 19

 

spot_img

Related articles

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...

সেলিম হলেন ব্রাহ্মণ! ভোটার তালিকায় CPIM সম্পাদকের পরিচয়ে ভুল, কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় হাজারো ভুল। সঠিক তালিকা প্রকাশের তাড়াহুড়োয় উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়েই খালাস...