Sunday, January 11, 2026

প্যারিসে Station F-এ তরুণ শিল্পোদ্যোগী সায়নের বই প্রকাশ

Date:

Share post:

তরুণ বাঙালি শিল্পোদ্যোগী হিসেবে আগেই বাংলার মুখ উজ্জ্বল করেছিলেন সায়ন চক্রবর্তী (Sayan Chakraborty)। এবার প্রথম ভারতীয় বিজনেস বুক হিসেবে প্যারিসে (Paris) প্রকাশিত হল তাঁর লেখা ‘WTF’। এদিন প্যারিসে Station F থেকে এই বই প্রকাশ করা হয়। বিশ্বের তাবড় স্টার্টআপ কোম্পানির অফিস রয়েছে এই Station F-এ। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনও যান সেখানে। সেখান থেকেই সায়নের লেখা বইটি প্রকাশিত হল।

‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-কে সায়ন চক্রবর্তী জানান, নামকরা স্টার্টআপ কোম্পানির অফিস যেখানে রয়েছে, সেই Station F থেকে তাঁর বই প্রকাশ হওয়ায় তিনি আপ্লুত। তবে এই প্রকাশের জন্য তিনি কৃতজ্ঞ রতন টাটার কাছে। সায়নের কথায়, তিনি তাঁকে এভাবে সহযোগিতা করাতেই এটা সম্ভব হল। ইতিমধ্যেই Station F-এর বইয়ের ডিসপ্লেতে জায়গা পেয়েছে বাঙালি তরুণের লেখা বই।

আরও পড়ুন- সমীর ওয়াংখেড়েকে কী গ্রেফতার করা হতে পারে?

কলকাতার সায়ন চক্রবর্তীর (Sayan Chakraborty) বয়স মাত্র ২৬ বছর। আড়াই হাজার টাকা নিয়ে স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন। এখন আয় লক্ষ লক্ষ টাকা। কিন্তু লকডাউনের সময় হতাশা গ্রাস করেছিল এই তরুণকে। তবে, ঘুরে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। চেয়েছিলেন নিজের লড়াইয়ের কাহিনী জানুক সারা বিশ্ব। সেইখান থেকেই কলম ধরা। কী ভাবে সাফল্য এসেছে জীবনে? এই প্রশ্নের উত্তর সায়ন দিয়েছেন তাঁর বইতে। সম্প্রতি বাংলা এবং ইংরেজি প্রকাশিত হয়েছে তাঁর লেখা বইটি। সেই বই কোনও ভাবে পৌঁছে গিয়েছিল খোদ রতন টাটার হাতে। রতনে রতন চিনেছে। বই পড়ে এতটাই অভিভূত রতন টাটা চিঠিই লিখে ফেলেছেন সায়নকে।

বিশ্ব বিখ্যাত এই শিল্পপতি ইমেলে (Email) সায়নকে লেখেন, “তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে গর্বিত। যে ভাবে ব্যবসার ইচ্ছাটা ধরে রেখে তুমি সফল হয়েছ, তা শুনে আমি মুগ্ধ। আশা করি একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হবে।”

সায়নের লেখা সেই বই প্যারিসে (Paris) প্রকাশিত হল। ডিসেম্বর থেকে পাওয়া যাবে এদেশে। তবে, ফ্রান্স থেকে বই নিয়ে এখন বাংলাদেশ যাবেন সায়ন। ঢাকা ইউনিভার্সিটি-সহ বেশ কিছু জায়গায় বইটি প্রকাশ পাবে। একজন ভারতীয়র লেখা বাংলা বই নিয়ে ইতিমধ্যেই উৎসাহী বাংলাদেশ-সহ সারা বিশ্বের বাঙালি পাঠকরা। ডিসেম্বরের মাঝামাঝি কলকাতা মিলবে সায়নের বই।

advt 19

 

 

 

spot_img

Related articles

গোষ্ঠী সংঘর্ষে অগ্নিগর্ভ ত্রিপুরা! জ্বলছে বাড়ি, একাধিক জায়গায় বন্ধ ইন্টারনেট!

দুই গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে বিবাদের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উনকোটি (Unkoti, Tripura) এলাকায়।...

প্রয়াত সঙ্গীত শিল্পী প্রশান্ত তামাং: দার্জিলিংয়ের মাটির ছেলের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

সঙ্গীত শিল্পী হিসাবে দার্জিলিংকে যিনি ভারতের সঙ্গীত মানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছিলেন, সেই শিল্পী প্রশান্ত তামাংয়ের আকস্মিক প্রয়াণ...

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...