বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকদের কর্মসংস্থানে উদ্যোগী রাজ্য

তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্রের বিভিন্ন দফতরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু লাভ হয়নি। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে সেই বন্ধ কারখানার জমিগুলি রাজ্য সরকারকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে এসেছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ থেকে দুর্গাপুর নগর নিগমের কর্তারা। মূলত কেন্দ্রের ভারী শিল্প মন্ত্রকের কাছে বারংবার আর্জি জানানো হয়েছে যাতে বন্ধ হয়ে যাওয়া এমএএমসি, বিওজিএল, এইচএফসি, জেশপ, বার্ন স্ট্যান্ডার্ড  ইত্যাদি কারখানার জমিগুলি রাজ্য সরকারকে অবিলম্বে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু তাতেও কোনও কাজ হয়নি।

আরও পড়ুন:তিনি বিজেপি সাংসদ বলে তাঁর পিছনে ইডি যাবে না! সত্যিটাই কি বেরলো এই বিজেপি নেতার মুখ থেকে?

বিকল্প কর্মসংস্থান করতে  এডিডিএ-র বেশ কিছু জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান সংস্থার চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একটি বেসরকারি শিল্প সংস্থা তাদের ইস্পাত কারখানার সম্প্রসারণের জন্য পাঁচ একর জমি চেয়েছে এডিডিএ-র কাছে। ওই সংস্থার শীর্ষ কর্তা সুদীপ্ত ভট্টাচার্য বলেন, কারখানা সম্প্রসারণে তাঁরা আরও দুশো কোটি টাকা বিনিয়োগ করতে চান। তাতে আরও ২৫০ জনের কর্মসংস্থান হবার সম্ভাবনা রয়েছে বলে জানান সুদীপ্ত বাবু। প্রসঙ্গত, শিল্পতালুকেই প্রায় ১৮০০ একর জমি নিয়ে সরকার একটি ল্যান্ড ব্যাঙ্কও তৈরি করেছে। কিন্তু দুঃখের বিষয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে বারবার চিঠি লিখেও বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অব্যবহৃত জমি ফেরত পাওয়া যায়নি। হেভি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক অসীম চট্টোপাধ্যায় বলেন, বারো বছর ধরে এমএএমসি-র সঙ্গে প্রতারণা করে চলেছে কেন্দ্রীয় সরকার।
advt 19

Previous articleসমীর ওয়াংখেড়েকে কী গ্রেফতার করা হতে পারে?
Next articleপ্যারিসে Station F-এ তরুণ শিল্পোদ্যোগী সায়নের বই প্রকাশ