Friday, May 23, 2025

রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ বাক্য পাঠ করার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার বিজেপি (Bjp) সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সুস্মিতা দেব (Sushmita Dev)। মঙ্গলবার, রাজ্যসভায় শপথ নেন সুস্মিতা। তাঁকে শপথবাক্য পাঠ করান বেঙ্কাইয়া নাইডু (Venkaiya Naidu)। এরপরে সাংবাদিক বৈঠকে সুস্মিতা দেব বলেন, “ত্রিপুরায় গণতন্ত্র নেই”।

সুস্মিতা বলেন, “আমি গত দুমাস ধরে ত্রিপুরার যা পরিস্থিতি দেখছি তাতে আমার মনে হয় ওখানে কোনও গণতান্ত্রিক পরিবেশ নেই। বিরোধীদের প্রচারেরও কোনও জায়গা নেই। আমাদের প্রচুর কর্মীদের মারধর করা হয়েছে। বারবার বিরোধীদের উপর হামলা হচ্ছে।”

আরও পড়ুূন- পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সুবল-কুণালের নেতৃত্বে তৃণমূলের বিক্ষোভ মিছিল

সম্প্রতি ত্রিপুরায় তৃণমূলের (Tmc) প্রচার কর্মসূচির ওপর হামলা হয়। আক্রান্ত হন সুস্মিতা দেব। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। তৃণমূলের যুব নেতা মামুন খান এই হামলায় গুরুতর আহত হন। তাঁকে কলকাতার এসএসকেএম-এ এনে চিকিৎসা করা হচ্ছে।

তাঁদের গাড়ির উপর হামলায় যাঁরা চালান, তাঁদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তৃণমূল সাংসদ। এই দাবি জানিয়ে ত্রিপুরার ডিজিপি-কে চিঠিও লিখেছেন তিনি। চিঠিতে সুস্মিতার অভিযোগ, গত ২৩ অক্টোবর আমতলি বাজার এলাকায় যাঁরা তৃণমূলের কর্মী সমর্থকদের উপর হামলা চালায়, তাঁদের নাম পুলিশকে জানানো সত্ত্বেও এখনও কেউ গ্রেফতার হয়নি।

 

 

 

Related articles

পাক সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত কাশ্মীরবাসীর পাশে আছি, পুঞ্চের পর রাজৌরিতে গিয়ে সাহায্যের আশ্বাস তৃণমূলের

অতর্কিতে পাকিস্তানের গোলা-গুলি বর্ষণে সন্ত্রস্ত কাশ্মীরের সীমান্তবর্তী পুঞ্চ-রাজৌরিসহ একাধিক এলাকা। পহেলগাম(Pahalgam) পরবর্তী হামলাতেও বহু সাধারণ মানুষের প্রাণ গিয়েছে।...

আজ বিকেলেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণম! কিছুটা দোলাচলে পরিবার

আর হয়ত কয়েকঘণ্টার অপেক্ষা। তার পরেই রিষড়ার বাড়িতে ফিরছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ (Purnam Kuman Shaw)। এমনটাই সূত্রের...

সামিকে ছাড়াই ইংল্যান্ড সফরের দল ঘোষণার পরিকল্পনা

ইংল্যান্ডের(England) বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট(Virat Kohli), রোহিত(Rohit Sharma) নেই। এবার শোনা যাচ্ছে মহম্মদ সামিকেও(Mohammed Shami) নাকি বাদ দিতে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

আজ পেট্রোল-ডিজেলের দাম২৩ মে (শুক্রবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকাদিল্লিতে...
Exit mobile version