Monday, November 10, 2025

বিজেপি ছাড়লেন বাবু মাস্টার, ক্ষমা চাইলেন মমতা-অভিষেকের কাছে

Date:

অবশেষে মোহভঙ্গ। একুশের ভোটের পর বাংলায় কার্যত তাসের ঘরের মতো ভঙ্গুর গেরুয়া শিবির। একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধিরা পদ্ম ছেড়ে তুলে নিচ্ছেন জোড়াফুলের পতাকা। এবার বিজেপি ছাড়লেন বসিরহাটের জনপ্রিয় নেতা বাবু মাস্টার। তবে শুধু বিজেপি ত্যাগ নয়, নিজের কৃতকর্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমাও চেয়ে নিলেন বাবু মাস্টার। উসকে দিলেন তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা।

বিলম্বিত বোধদয়। পেশায় বসিরহাটের ভবানীপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের শিক্ষক ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের দাবি, বিজেপিতে যাওয়া ছিল তাঁর হঠকারী সিদ্ধান্ত। বলেন, “বিজেপির মতাদর্শের সঙ্গে আমার কোনও মিল নেই”! জীবদ্দশায় আর বিজেপি করবেন না বলেও ঘোষণা করেন তিনি।

কে এই বাবু মাস্টার?

একদা সিপিএম নেতা। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম অপশাসনের পর বাবু মাস্টার সিপিএম ছেড়ে নাম লেখান তৃণমূলে। ২০১৮ সালে হাসনাবাদ থেকে জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দফতরের কর্মাধ্যক্ষ নির্বাচিত হন তিনি। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটের পরই ফের ক্ষমতার অলিন্দে থাকার জন্য বেসুরো হন বাবু মাস্টার। একুশের বিধানসভা ভোটের ঠিক আগে গত বছর ১৯ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার দিনই পদ্ম শিবিরে নাম লেখান অর্জুন সিংহ ঘনিষ্ঠ এই নেতা। বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারও করেন তিনি। অবশেষে মোহভঙ্গ। বিজেপি ছাড়লেন বাবু মাস্টার। রাজনৈতিক মহলে জোর জল্পনা, তৃণমূলে ফেরার অপেক্ষায় এই সংখ্যালঘু নেতা।

আরও পড়ুন- উদ্বেগ বাড়িয়ে ফের এক হাজার ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ!

 

Related articles

আছড়ে পড়ল সুপার টাইফুন উ-ওয়ং, ফিলিপিন্সে সুনামির স্মৃতি

প্রবল শক্তিশালী সুপার টাইফুন উ-ওয়ং আছড়ে পড়ল ফিলিপিন্সের অরোরা উপকূলে। রবিবার রাতে এই সুপার টাইফুনের (super typhoon) ল্যান্ডফলের...

নোটবন্দির মতো ভোটবন্দি! SIR স্থগিত করা উচিৎ: বৈধ না কাটলে প্রত্যাঘাতের বার্তা মমতার

নোটবন্দির মতো ভোটবন্দি করছে মোদি সরকার। ফের বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

GST তুলে দেওয়া উচিত: বিপর্যয়ে কোন বছর কত কোটির বঞ্চনা কেন্দ্রের, হিসাব পেশ মুখ্যমন্ত্রীর

আমফান থেকে রেমাল বা ডানা। যে কেন্দ্রের সরকার সাধারণ মানুষের ন্যায্য বাড়ি তৈরির বা একশো দিনের কাজের টাকা...

উত্তরের ভূমিকন্যাকে উত্তরকন্যা থেকে উপহার মুখ্যমন্ত্রীর, বিশ্বজয়ী ক্রিকেটারের নামে ক্রিকেট স্টেডিয়াম

বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য উত্তরের ভূমিকন্যা রিচা ঘোষ (Richa Ghosh)। CAB-তে তাঁকে বঙ্গভূষণ সম্মান, রাজ্য পুলিশের...
Exit mobile version