Sunday, August 24, 2025

বিজেপি ছাড়লেন বাবু মাস্টার, ক্ষমা চাইলেন মমতা-অভিষেকের কাছে

Date:

অবশেষে মোহভঙ্গ। একুশের ভোটের পর বাংলায় কার্যত তাসের ঘরের মতো ভঙ্গুর গেরুয়া শিবির। একের পর এক নেতা, বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধিরা পদ্ম ছেড়ে তুলে নিচ্ছেন জোড়াফুলের পতাকা। এবার বিজেপি ছাড়লেন বসিরহাটের জনপ্রিয় নেতা বাবু মাস্টার। তবে শুধু বিজেপি ত্যাগ নয়, নিজের কৃতকর্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমাও চেয়ে নিলেন বাবু মাস্টার। উসকে দিলেন তৃণমূলে প্রত্যাবর্তনের সম্ভাবনা।

বিলম্বিত বোধদয়। পেশায় বসিরহাটের ভবানীপুর সেন্ট্রাল মডেল হাইস্কুলের শিক্ষক ফিরোজ কামাল গাজি ওরফে বাবু মাস্টারের দাবি, বিজেপিতে যাওয়া ছিল তাঁর হঠকারী সিদ্ধান্ত। বলেন, “বিজেপির মতাদর্শের সঙ্গে আমার কোনও মিল নেই”! জীবদ্দশায় আর বিজেপি করবেন না বলেও ঘোষণা করেন তিনি।

কে এই বাবু মাস্টার?

একদা সিপিএম নেতা। ২০১১ সালে দীর্ঘ ৩৪ বছরের বাম অপশাসনের পর বাবু মাস্টার সিপিএম ছেড়ে নাম লেখান তৃণমূলে। ২০১৮ সালে হাসনাবাদ থেকে জেলা পরিষদের শিক্ষা, ক্রীড়া ও তথ্য সংস্কৃতি দফতরের কর্মাধ্যক্ষ নির্বাচিত হন তিনি। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটের পরই ফের ক্ষমতার অলিন্দে থাকার জন্য বেসুরো হন বাবু মাস্টার। একুশের বিধানসভা ভোটের ঠিক আগে গত বছর ১৯ ডিসেম্বর, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার দিনই পদ্ম শিবিরে নাম লেখান অর্জুন সিংহ ঘনিষ্ঠ এই নেতা। বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রচারও করেন তিনি। অবশেষে মোহভঙ্গ। বিজেপি ছাড়লেন বাবু মাস্টার। রাজনৈতিক মহলে জোর জল্পনা, তৃণমূলে ফেরার অপেক্ষায় এই সংখ্যালঘু নেতা।

আরও পড়ুন- উদ্বেগ বাড়িয়ে ফের এক হাজার ছুঁইছুঁই রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ!

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version