Tuesday, May 6, 2025

তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বৃহস্পতিবার গোয়ায়(Goa) পা রাখছেন। বৃহস্পতিবার গোয়া পৌঁছে তৃণমূল(TMC) নেতাদের নিয়ে ঘরোয়া বৈঠক করবেন তিনি। শুক্রবার থেকে শুরু হবে তাঁর জনসভা অন্যান্য রাজনৈতিক কর্মসূচি। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের জন্য মুখিয়ে আছে গোয়াবাসী। তাঁদের জন্য দলের সর্বভারতীয় সভানেত্রী কি বার্তা দেন আগ্রহ রয়েছে সেদিকেও। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গোয়া সফর নজরে থাকবে গোটা দেশের রাজনীতিকদের।

বাংলার মুখ্যমন্ত্রী ও তৃনমুল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী তাঁর রাজনৈতিক জীবনে হাজারো কঠিন থেকে কঠিনতম যুদ্ধ জয় করেছেন তাঁর অদম্য সাহস, আত্মবিশ্বাস, রাজনৈতিক দূরদর্শিতা, জনমোহীনি ক্ষমতা, পাবলিক পালস বোঝার অবিশ্বাস্য বিরল দক্ষতা এবং ইনটিউশন দিয়ে। গোয়ার ক্ষেত্রেও এই জিনিসগুলি ইতিমধ্যেই কাজ করতে শুরু করেছে।

আরও পড়ুন:বিজেপি ছাড়লেন বাবু মাস্টার, ক্ষমা চাইলেন মমতা-অভিষেকের কাছে

এই একই রকম আত্মবিশ্বাস ও রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে ২০২১ এ বাংলার কঠিনতম বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অবিশ্বাস্য সাফল্যের অন্যতম কারিগর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনিও গোয়া জয় নিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী। এবার গোয়ার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোয়া জয়ের লক্ষ্যে ঝাঁপিয়েছে দল। বৃহস্পতিবার গোয়ায় পা রাখছেন মমতা বন্দোপাধ্যায়। তার আগে গোয়ায় উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তৃনমুল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি লুই জিনহ ফেলারিও যোগ দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি ক্রমশ বৃদ্ধি পেয়েছে। গত একমাসে গোয়ার অন্যান্য দল থেকে বহু নেতা-কর্মী-সমর্থকরা যোগ দিচ্ছেন প্রতিদিনই। মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরকে কেন্দ্র করে সেজে উঠেছে গোয়া। দলনেত্রীর ছবি দেওয়া হোর্ডিং, ব্যানার ফেস্টুনে ভরে গেছে সমুদ্রতটের এই ছোট রাজ্য। পানাজীতে দলীয় কার্যালয় খোলা হয়েছে সম্প্রতি। দলের শীর্ষ নেতৃত্বের গোয়া সফরের আগেই স্নায়ুর চাপ সামলাতে না পারা গোয়ার বিজেপি নেতারা দলের গুন্ডাদের দিয়ে দলনেত্রীর ছবি দেওয়া হোর্ডিং ভেঙে দিয়েছে। ব্যানার ছিঁড়ে দিয়েছে। পুলিশ পাঠিয়ে দলের ক্যাম্পেইন লঞ্চ অনুষ্ঠান মাঝপথে বন্ধ করেছে। যদিও তৃণমূল কংগ্রেস গোয়ার আমজনতার কাছে বিজেপ সরকারের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে।

গোয়ার রাজ্যপালের কাছে দেখা করে দূর্নীতি সহ একাধিক ইস্যুতে স্মারকলিপি দিয়েছে দল। এবার গোয়ার সাধারণ মানুষের দরবারে তৃণমূল কংগ্রেসকে তুলে ধরা। তাঁদের মন জিতে নেওয়া। গোয়ার আমজনতার না পাওয়াকে বিজেপি কোনওদিন গুরুত্বই দেয়নি। মৃত সিদ্ধি নায়েকের মত অসহায় বাবা-মায়েরা তাঁদের পরিজনদের হারিয়ে শোকে পাথর হয়ে আছেন৷ তাঁরা সঠিক বিচার পাননি। গোয়ার যুবক-যুবতীদের হাতে কাজ নেই। এরকম হাজারো ইস্যুকে সামনে রেখে গোয়ায় প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। আগামী দিনে যা আরও গতি পাবে।

 

Related articles

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...
Exit mobile version