ভাইফোঁটার আগেই আবারও বাংলাদেশি ইলিশ ঢুকছে কলকাতায়

ফের ইলিশ আসছে কলকাতায়। ভাইফোঁটার আগেই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ইলিশ ঢোকার কথা কলকাতায়। ঢাকার বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে ফের ইলিশ পাঠানোর আশ্বাস মিলেছে। বাংলাদেশের উপসচিব পর্যায়ের আধিকারিক তানিয়া ইসলামের স্বাক্ষর করা একটি নির্দেশিকা ঢাকার সচিবালয় থেকে মঙ্গলবারই প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইলিশের প্রজননের মরসুম পড়ায় ৪ থেকে ২৫ অক্টোবর বাংলাদেশে ইলিশ ধরা, অন্য কোথাও নিয়ে যাওয়া, বাজারজাত করে ইলিশ বিক্রি করা, সবই পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। সব মিলিয়ে বাংলাদেশে ১১৫ জন ইলিশ রফতানিকারীকে ৪০ মেট্রিক টন করে ইলিশ ভারতে পাঠানোর ছাড়পত্র দিয়েছিল ঢাকা। সেই ৪৬০০ মেট্রিক টন ইলিশের মাত্র ১০৮০ মেট্রিক টন গত ৪ অক্টোবরের মধ্যে এসে পৌঁছেছিল। প্রধানত পেট্রাপোল সীমান্ত ছাড়া ত্রিপুরা দিয়েও অল্প কিছু ইলিশ এ দেশে ঢুকেছিল। এর পরই বাংলাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ হয়। তারপরেই সিদ্ধান্ত হয় আবারও ইলিশ পাঠানো হবে কলকাতায়।

রাজ্যের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মাকসুদের মতে, ৫ নভেম্বরের মধ্যে ঢাকা থেকে প্রায় ১০০০ টন মতো ইলিশ ঢুকবে।জানা গিয়েছে, বুধবার পেট্রাপোল সীমান্ত দিয়ে এ রাজ্যে ইলিশ ঢোকার কথা । তারপর শিলিগুড়ি শহর কলকাতার বড় বড় বাজারগুলিতে ইলিশ আসতে আরো একদিন অর্থাৎ বৃহস্পতিবার।

advt 19

 

 

Previous articleআজ কি জামিন পাবেন শাহরুখ-পুত্র আরিয়ান? 
Next articleব্রেকফাস্ট নিউজ