৬ মাসের মধ্যে আমেরিকায় হামলা চালাবে ইসলামিক স্টেট! দাবি পেন্টাগনের

৬ মাসের মধ্যে আমেরিকায় (America) হামলা চালাতে পারে ইসলামিক স্টেট(IS)। দাবি পেন্টাগনের(Pentagon)। ইতিমধ্যেই আইএস একের পর এক বিস্ফোরণ ঘটিয়েছে তালিবান(Taliban) শাসিত আফগানিস্তানে (Afghanistan)। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী এবার আইএস জঙ্গি সংগঠনটি ৬ মাসের মধ্যে আমেরিকায় হামলা চালাতে পারে।

মার্কিন কংগ্রেসে পেন্টাগনের শীর্ষ আধিকারিক কলিন কোহল (Colin Kahl) বলেন, বিপদ এখনও রয়েছে। ২০ বছরের যুদ্ধ শেষে এখনও আমেরিকার নিরাপত্তার জন্য আফগানিস্তান (Afghanistan) চিন্তার বিষয়। যদিও সেক্ষেত্রে তালিবান (Taliban) থেকেও IS জঙ্গি সংগঠনটি বেশি ভাবাচ্ছে আমেরিকাকে। বর্তমানে তালিবান সরকারের বিরুদ্ধেও লড়াই শুরু করেছে আইএস। বারবার সংখ্যালঘুদের উপর হামলা করেছে ওই জঙ্গি সংগঠন। জালালাবাদে এক তালিবান সেনারও শিরচ্ছেদ করেছে IS। ইতিমধ্যেই তালিবান সরকারের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইসলামিক স্টেটকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: পাকিস্তানের জয়ে কাশ্মীরি তরুণীদের উল্লাস, অভিযোগ দায়ের হতে পাল্টা হুমকি জঙ্গিদের

কোহল আরও বলেন, এখনও পরিষ্কার নয় যে নিজ শক্তিতে তালিবান ইসলামিক স্টেটকে খতম করতে সক্ষম কিনা। মার্কিন বাহিনী একসঙ্গে তালিবান, ইসলামিক স্টেট এবং আল-কায়েদার সঙ্গে লড়াই করেছিল। কলিন কোহল মনে করছেন, আফগানিস্তানে কয়েক হাজার সৈন্য তৈরি করেছে IS।

Previous articleহুগলিতে কালীপুজোর উদ্বোধনে বাদ পড়লেন শুভেন্দু
Next articleছট পুজোর পর উত্তরপ্রদেশ সফরে মমতা, জায়গায় জায়গায় খুলছে তৃণমূলের অফিস