ফের বাড়ল জ্বালানির (Fuel) দাম। আজ, বুধবার ৩৪ পয়সা দাম বাড়ল পেট্রোলের (Petrol)। ডিজেলের (Disel) দাম বাড়ল ৩৫ পয়সা। ফলে কলকাতায় (Kolkata) পেট্রোলের নতুন দাম হল লিটার প্রতি ১০৪.৪৬ টাকা। এবং ডিজেল লিটার প্রতি ডিজেল ৯৯.৪৩ টাকা। অর্থাৎ, কলকাতায় ডিজেল সেঞ্চুরি থেকে মাত্র ২২ পয়সা দূরে ডিজেল।

একইভাবে রাজধানী দিল্লিতে (Delhi) দাম বেড়ে লিটার প্রতি পেট্রলের ১০৭.৯৪ টাকা এবং ডিজেল লিটার প্রতি ৯৬.৬৭ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে (Mumbai) পেট্রলের দাম লিটার প্রতি ১১৩.৮০ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০৪.৭৫ টাকা। চেন্নাইতে (Chennai) পেট্রল ১০৪.৮৩ টাকা/লিটার। সেখানে একশো ছাড়িয়েছে ডিজেলের দাম। চেন্নাইতে ডিজেল ১০০.৯২ টাকা/লিটার।
