Tuesday, November 4, 2025

পাহাড়ের কচিকাঁচাদের সঙ্গে আলাপচারিতা মুখ্যমন্ত্রীর, দিলেন উপহার

Date:

বুধের পরে বৃহস্পতিবার- ফের পাহাড়ের রাস্তায় জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। রবিবার 5 দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে (Siliguri) পৌঁছেই পরপর সভা করেছেন। সোমবার এবং মঙ্গলবার, প্রশাসনিক বৈঠক থেকে পাহাড়ে কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দার্জিলিং সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ করেছেন তিনি। বুধবার, সকালে কার্শিয়ঙের রাস্তায় বেরিয়ে পাহাড়ি পথে হাঁটেন মমতা। রাস্তার ধারে দাঁড়ানো শিশুদের কাছে ডেকে নেন। রাস্তার পাশের চায়ের দোকানে বসে চা খান। শোনেন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গান। বৃহস্পতিবার সকালেও ফের পাহাড়ি পথ ধরেন মুখ্যমন্ত্রী। সেখানে রাস্তার ধারে শিশুদের সঙ্গে কথা বলেন। হাতে তুলে দেন চকলেট।

এরপর রাস্তার উপরেই এক জায়গায় বসে স্কুল পড়ুয়াদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করেন মমতা। নাম জানার পাশাপাশি তাদের লেকাপড়া, স্কুল যাতায়াতের বিষয়ে খবর নেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিকরাও।

এদিনই পাহাড় থেকে গোয়া যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সন্ধেয় সেখানে পৌঁছেই একের পর এক বৈঠক করবেন তিনি। কিন্তু তার আগেই সকালে একেবারে অন্য মুডে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এত কাছ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা, কথা বলা, তাঁর হাত থেকে উপহার পাওয়ায় বেজায় খুশি কচিকাঁচারা।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version