Tuesday, August 26, 2025

১ নভেম্বর থেকে রাজ্যে শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ, নির্ভুল তালিকা প্রকাশের দাবি তৃণমূলের

Date:

পয়লা নভেম্বর থেকে রাজ্যে শুরু ভোটার তালিকা (Voter List) সংশোধন ও সংযোজনের কাজ। তার আগে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশন (Election Commission) সর্বদল বৈঠক (All Party Meeting) ডাকে। সেই বৈঠকে ত্রুটিমুক্ত ও পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের জন্য কমিশনের কাছে দাবি জানাল তৃণমূল।

এদিন ভোটার তালিকা নিয়ে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব (Ariz Aftab)। তৃণমূলের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দেবাশিস কুমার, বিজেপির অর্জুন সিং ও শিশির বাজোরিয়া, কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় এবং সিপিআইএমের রবীন দেব। বৈঠকের পর দেবাশিস কুমার বলেন, “আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা হোক। আর মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

আরও পড়ুন:২৫ দিন পর অবশেষে মাদক মামলায় জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান

শনিবার রাজ্যের যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, সেখানে আবশ্যিকভাবে সব ধরনের কোভিড বিধি মেনে চলার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক সব দলের প্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েছেন বলে সূত্রের খবর।

১ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। ওই দিন থেকেই শুরু হবে ভোটার তালিকা সংশোধন, সংযোজনের কাজ। ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। এসময় অনলাইন এবং অফলাইন দু ভাবেই ভোটার তালিকায় নাম তোলা এবং এপিক কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।ভোটগ্রহণ কেন্দ্রে গিয়ে আবেদন জানানোর পাশাপাশি www.nsvp.in অথবা voterportal.eci.gov.in এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করণ বা ভোটার কার্ড সংশোধনের আবেদন জানানো যাবে। ভোটার হেল্পলাইন অ্যাপ এর মাধ্যমেও এই কাজ গুলি করা যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। আগামী বছর ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version