স্কুল-কলেজ খুলছে ১৬ নভেম্বর থেকে। ফলে পড়ুয়া মহলে প্রশ্ন উঠেছে, কবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক কিংবা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হতে পারে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে শিক্ষা দফতরের একপ্রস্থ বৈঠকের পর একটি সম্ভাব্য রুটিন ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। সেই সম্ভাবনায় মুখ্যমন্ত্রীর সিলমোহর পড়ার অপেক্ষা। সেক্ষেত্রে কালীপুজোর আগেই পরীক্ষার নির্ঘন্ট প্রকাশের সম্ভাবনা প্রবল।

শিক্ষা দফতর সূত্রের খবর,

মাধ্যমিক : মার্চের প্রথম সপ্তাহ

উচ্চমাধ্যমিক : এপ্রিলের প্রথম সপ্তাহ

জয়েন্ট এন্ট্রান্স : এপ্রিলের শেষ সপ্তাহ

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা কবে হবে, তার সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট স্কুলগুলি। ফলে পুরনো রুটিনেই কার্যত ফিরতে চলেছে রাজ্যের পরীক্ষা ব্যবস্থা।
