উত্তরাখণ্ড থেকে ফিরল আরও ৫ বাঙালি অভিযাত্রীর দেহ

উত্তরাখণ্ড থেকে আজ ফিরছে আরও ৫ বাঙালি অভিযাত্রীর দেহ।হাওড়ার বাগনানের বাসিন্দা চন্দ্রশেখর দাস, সরিৎশেখর দাস ও সাগর দের দেহ কলকাতা বিমানবন্দরে পৌঁছায় সোয়া ৮টা নাগাদ। তারপর ৯টা নাগাদ ঠাকুরপুকুরের সাধন বসাক ও রানাঘাটের প্রীতম রায়ের দেহ আনা হয় কলকাতা বিমানবন্দরে।তারপর দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।
সুন্দরডুঙ্গা হিমবাহের কানাকাট পাস সংলগ্ন এলাকায় পাঁচ বাঙালি অভিযাত্রীর মৃতদেহের হদিশ আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তা উদ্ধার করা যাচ্ছিল না। সোমবার মৃতদেহগুলি উদ্ধার করা হয়।
মৃতদের মধ্যে তিনজন হাওড়ার বাগনানের বাসিন্দা। একজন ঠাকুরপুকুরের, অন্যজন নদিয়ার রানাঘাটের বাসিন্দা।
১০ অক্টোবর উত্তরাখণ্ডের উদ্দেশে রওনা হয়েছিল অভিযাত্রী দলটি। ১১ অক্টোবর তাঁরা পৌঁছায় খারকিয়া। তারপর প্রবল বৃষ্টি আর তুষারপাতে সুন্দরডুঙ্গা হিমবাহে আটকে যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের ট্রেকিংয়ের রুট ছিল বাগেশ্বর, জাটুলি, দেবীকুণ্ড, নাগকুণ্ড হয়ে কানাকাটা পাস। তা আর হল না।

Previous articleমাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্টের সম্ভাব্য তারিখ তৈরি
Next articleকলকাতায় সেঞ্চুরি পার করল ডিজেল