ভর্তি হওয়ার দুদিন পরে স্বাস্থসাথী কার্ড দেখালেও দিতে হবে সুবিধা

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে হুঁশিয়ারি দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে সাতটি হাসপাতালকে শোকজও করা হয়েছে। এবার আরও একধাপ কড়া পদক্ষেপ। ভর্তির পর যখনই রোগী স্বাস্থ্যসাথী কার্ড দেখাবেন, তখন থেকেই রোগীকে কার্ডের সুবিধা দিতে হবে। সেটা দু’দিন পরে হলেও দিতে হবে। কড়া নির্দেশ রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কথা কমিশনের। কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানান, রোগী যেদিন কার্ড দেখাবেন, সেদিন থেকে তিনি এই সুযোগ পাবেন। সেটা ভর্তির দুদিন পরে হলেও দিতে হবে।

ইতিমধ্যে চেয়ারম্যান হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করছেন। মঙ্গলবার চারটি হাসপাতালের সঙ্গে বৈঠক করেন। তিনটির কোনও সমস্যা নেই। বাকি একটির পরিকাঠামোগত সমস্যা রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে। কমিশনের আশা নভেম্বর থেকে অভিযোগ আসা কার্যত বন্ধ হয়ে যাবে।

অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, ভর্তি না নেওয়ার আশঙ্কায় অনেকেই কার্ডের কথা বলছেন না। ভর্তির কয়েকদিন পরে কার্ড দেখানোর পরেই শুরু হচ্ছে সমস্যা। সেই সমস্যা মেটাতেই কমিশনের এই তৎপরতা।

advt 19

 

 

Previous articleলক্ষ্য পূরণ হয়নি, তাই এবার ঘরে ঘরে গিয়ে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র
Next articleমাধ্যমিক, উচ্চমাধ্যমিক, জয়েন্টের সম্ভাব্য তারিখ তৈরি