Sunday, August 24, 2025

ডি’ককের কাছে গোটা ঘটনার বিবৃতি চেয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

Date:

বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন কুইন্টন ডি’কক ( Quinton de Kock)। টি-২০ বিশ্বকাপে ( T-20 World Cup) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি এই ওপেনার। জোর গুঞ্জন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু গেড়ে প্রতিবাদ এড়াতেই নাকি ওই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন ডি’কক! আর এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এরপরই ডি’ককের কাছে গোটা ঘটনার বিবৃতি চেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ডি’ককের এই ভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কিন্তু সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ক্রিকেটে। শুধু তাই নয়, কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে শামিল না হয়ে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার যে বিতর্কের জন্ম দিয়েছেন, তা ছায়া পরতে পারে পুরো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটেও, এমনটাই মনে করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

বুধবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংস্থা (সাকা)-র চিফ এগজিকিউটিভ অফিসার বলেন, “ব্যক্তিগত ভাবে আমি চাইব, হাঁটু মুড়ে প্রতিবাদ জানানোর ব্যাপারে সবাই একটাই সিদ্ধান্ত নিক। সাকা-র বক্তব্য হল, পুরো দল হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানালে সেটা ভাল হয়। কিন্তু তা বলে কাউকে বাধ্য করা ঠিক নয়।”

এদিকে গোটা বিষয় জানাতে ডি’ককে বলেছে দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা বোর্ড এখন অপেক্ষায় রয়েছে কুইন্টনের বক্তব্য শোনার। এও খবর ডি’কক নাকি খুব শিগগিরি তাঁর বক্তব্য জানাবেন।

এই নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র এদিন জানিয়েছেন, “কুইন্টন লিখিত বিবৃতি তৈরি করছেন। এবং খুব দ্রুতই তা প্রকাশ করা হবে। সেই বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে বোর্ড।”

আরও পড়ুন:বিশ্বকাপ ফাইনাল দেখতে দুবাইয়ে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version