Saturday, November 1, 2025

এবার আতসবাজির দূষণ রোধে নয়া সংযোজন কিউআর কোড

Date:

Share post:

দূষণের হাত থেকে বাঁচতে এবার আতসবাজির উপরও একাধিক বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আর তাতে নয়া সংযোজন কিউআর কোড। এবার আতসবাজিতে ব্যবহৃত উপাদান এবং বাজির প্যাকেটের গায়ে নির্দিষ্ট কিউআর কোড বসানো হবে।
কী কী উপাদান দিয়ে বাজি তৈরি হয়েছে, সেই সব উপাদানের নাম এবার থেকে বাজির প্যাকেটের গায়ে উল্লেখ করতে হবে বাজি প্রস্তুতকারক সংস্থাগুলিকে। এমনটাই শর্ত আরোপ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বাজির প্যাকেটের গায়ে থাকবে নির্দিষ্ট কিউআর কোড। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দিষ্ট অ্যাপ থেকে এই কিউআর কোড স্ক্যান করে বাজিতে ব্যবহৃত উপাদান সম্পর্কে জানতে পারবে পুলিশ প্রশাসন। উপাদানের গুণমান যথাযথ বজায় না থাকলে বাজি প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দীপাবলিতে শব্দবাজি পুরোপুরি নিষিদ্ধ। শুধুমাত্র আলোর বাজিতে ছাড়পত্র দিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তবে আলোর বাজিতেও বেরিয়াম, বেরিয়াম সল্ট এমনকি লেডের ব্যবহার করা যাবে না। এরই মধ্যে সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল শুধুমাত্র পরিবেশবান্ধব বাজির কথা বলেছে। তবে তাতেও বাজির উপাদানের ব্যবহারে বেশ কিছু বিধিনিষেধের কথা বলা হয়েছে।
আসলে আতসবাজির উপাদানগুলি পুড়ে যাওয়ার পর শ্বাসযন্ত্র সহ শরীরের বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরিবেশ দূষণ রোধে সুপ্রিম কোর্ট এবং ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ যথাযথ পালন হচ্ছে কি না তার উপর নজরদারি চালানো হবে। বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদের এমনটাই নির্দেশ দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

spot_img

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...