Sunday, August 24, 2025

“ত্রিপুরায় বাড়ছে এনার্জি, আসছেন অভিষেক ব্যানার্জি”, আগরতলা সভার আগে ভিডিও বার্তা তৃণমূলের

Date:

সোমনাথ বিশ্বাস, আগরতলা:

একদিকে সংগঠন বিস্তার, অন্যদিকে পুরভোট। দলকে উজ্জীবিত করতে ৩১ অক্টোবর ত্রিপুরা আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তার আগে কোমর বেঁধে মাঠে নেমে পড়ল ঘাসফুল শিবির। ত্রিপুরায় অভিষেকের কর্মসূচিকে আরও আকর্ষণীয় ও জমজমাট করতে জোরদার প্রচার শুরু করেছে ত্রিপুরা প্রদেশ তৃণমূল। একটি বিশেষ ভিডিও বার্তাও তৈরি করা হয়েছে দলের পক্ষে।

আরও পড়ুন- কার ভালোবাসার টানে ৮ কোটির সম্পত্তি হেলায় ছাড়লেন জাপানের রাজকুমারী মাকো ?

মূলত, ত্রিপুরা নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিকল্পনা তুলে ধরা হয়েছে দেড় মিনিটের এই ভিডিওতে। যেখানে উত্তর-পূর্বের এই রাজ্যের কৃষ্টি-সংস্কৃতি-ইতিহাস তুলে ধরা হয়েছে। ভিডিওতে ব্যবহার হয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রাজবাড়ি, নীরমহল, ত্রিপুরার উৎসব, সেখানকার চাষীদের কথা।

ত্রিপুরার সাধারণ মানুষের সমস্যা, অনুন্নয়ন, বিরোধীদের উপর শাসকের সন্ত্রাস, গণতন্ত্রকে ধ্বংস করার ছবিও ছোট্ট এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। অভিষেক বন্দোপাধ্যায় তৃণমূল নেতৃত্বের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতী, গাড়ি ভাঙচুর, পুলিশি উদাসীনতা ছবিও তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। “ত্রিপুরায় বাড়ছে এনার্জি, আসছেন অভিষেক ব্যানার্জি”, এটাই এখন ত্রিপুরার ট্যাগ লাইন।

প্রসঙ্গত, আগামী ৩১ অক্টোবর রবিবার ত্রিপুরায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। দুপুর ২টোয় আগরতলায় রবীন্দ্রভবনের সামনে এই সভা অনুষ্ঠিত হবে। পুজোর আগে এই জায়গাতেই অভিষেকের সভা হওয়ার কথা ছিল। কিন্তু বিপ্লব দেব প্রশাসন ১৪৪ ধারা জারি করে তা হতে দেননি। তৃণমূলের দাবি, অভিষেককে ভয় পেয়েছে ত্রিপুরার বিজেপি।
কিন্তু এভাবে তৃণমূলকে আটকে রাখা যাবে না। আগরতলায় রবিবাসরীয় হাইভোল্টেজ মিটিং সেটা প্রমাণ করে দেবে।

 

Related articles

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...
Exit mobile version