আফগানিস্তান ম‍্যাচে রেকর্ড গড়লেন বাবর, টপকে গেলেন বিরাট কোহলিকে

রেকর্ড গড়লেন পাকিস্তান ( Pakistan)অধিনায়ক  বাবর আজম ( Babar Azam)। টি-২০ বিশ্বকাপে (t-20 world cup) আফগানিস্তানের বিরুদ্ধে রেকর্ড গড়লেন তিনি। অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে হাজার রান করলেন বাবর। এক্ষেত্রে টপকে গেলেন বিরাট কোহলিকে ( virat kohli)।

টি-২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে হাজার রান করতে ৩০ টি ইনিংস লেগেছিল ভারত অধিনায়ক বিরাট কোহলির। সেখানে  শুক্রবার মাত্র ২৬ তম ইনিংসেই হাজার রানের মাইলফলক টপকে গেলেন বাবর। অধিনায়ক হিসেবে হাজার রানের তালিকায় রয়েছেন ফ্যাফ দু’প্লেসি, অ্যারন ফিঞ্চ, কেন উইলিয়ামসনরা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক দু’প্লেসি হাজার রান করেন ৩১টি ইনিংস খেলে । ফিঞ্চের লেগেছিল ৩২টি ইনিংস। নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন ৩৬টি ইনিংস খেলে হাজার রান করেন। সেক্ষেত্রে সকলকে টপকে শীর্ষে পাকিস্তানের বাবর।

আরও পড়ুন:পাকিস্তান-আফগানিস্তান ম‍্যাচ দেখা ঘিরে বচসা, তদন্তের নির্দেশ আইসিসির

Previous articleঅসুস্থ ভোট কর্মীকে হাসপাতালে ভর্তি করা হল
Next articleতালিবানকে পাশ কাটিয়ে আফগানবাসীকে ১৪৪ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার