দিনহাটা ২ নম্বর ব্লকের বামন হাট অন্তর্গত ৯০ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ধর্মরাজ কাহালি ভোট পর্ব চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে বামন হাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার বুকে ব্যথা করছিল বলে প্রাথমিক ডাক্তারি সূত্রে জানানো হয়েছে। সেই সঙ্গে তার উচ্চ রক্তচাপও ধরা পড়ে। তৎক্ষণাৎ চিকিৎসা শুরু হয়। হাসপাতালে আসেন ২ নম্বর ব্লক ভিডিও এবং কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে অসুস্থ ধর্মরাজ বাবু অনেকটাই সুস্থ। তার স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে। যদি প্রয়োজন হয় তাহলে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এমনটাই জানানো হয়েছে।
