খড়দহে আক্রান্ত তন্ময় ভট্টাচার্য: বিচ্ছিন্ন ঘটনা, বললেন খোদ প্রাক্তন বিধায়ক

মোটামুটি শান্তিতেই চলছে চার জায়গায় চলছে উপনির্বাচন। এর মধ্যেই সকালে খড়দহে আক্রান্ত সিপিআইএম (Cpim) নেতা তথা প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য (Tanmoy Bhattacharjee)। তাঁর অভিযোগ, দলীয় কার্যালয়ে যাওয়ার সময় ইট ছোড়ে একদল দুষ্কৃতী। তবে, এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন তন্ময় নিজেই। খড়দহে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই দাবি সিপিআইএম নেতার। ঘটনার তীব্র নিন্দা করেছেন খড়দহের তৃণমূল (Tmc) প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandeb Chatterjee)। তিনি বলেন, তাঁর দলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

প্রাক্তন সিপিআইএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য বলেন, তিনি যখন গাড়ি থেকে নেমে হেঁটে দলীয় কার্যালয় থেকে আসে ছিলেন তখনই পিছন থেকে একটা পাথর বা ইট তাঁর ঘাড়ে গিয়ে পড়ে। তাঁর প্রচণ্ড আঘাত লাগে। “আমি পিছন ফিরে দেখি কালো মাস্ক পরা একটি ছেলে দৌড়ে চলে যাচ্ছে। আমি কাউকে দেখিনি, তাই তাকেই অভিযুক্ত করছি না।”

তবে তন্ময় ভট্টাচার্য জানান, দু-একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ নির্বিঘ্নে চলছে। তিনি নিজের দলীয় পোলিং এজেন্টদের উদ্দেশ্যেও বলেন বেশি ভয় পেলে রাজনীতি করা যাবে না।

 

Previous articleবিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিতে ভোটগ্ৰহণ চলছে গোসাবা-শান্তিপুরে
Next articleঅসুস্থ ভোট কর্মীকে হাসপাতালে ভর্তি করা হল