Friday, December 19, 2025

কতদিন ধরে চলবে কালীপুজোর ভাসান? জানিয়ে দিল নবান্ন

Date:

Share post:

কালীপুজো (Kalipuja) ও জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) ভাসানের দিন জানিয়ে দিল নবান্ন(Nabanna)। ৪ নভেম্বর কালীপুজো। নবান্নর তরফে জানানো হয়েছে, ৫, ৬ ও ৭ নভেম্বর প্রতিমা ভাসানের জন্য সময় দেওয়া হয়ছে। অর্থাৎ ৭ নভেম্বর রবিবারের মধ্যে সমস্ত মণ্ডপের প্রতিমা ভাসান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে বলা হয়েছে, ১৪ ও ১৫ তারিখ ভাসান হবে।

আরও পড়ুন-তালিবানকে পাশ কাটিয়ে আফগানবাসীকে ১৪৪ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার

আগামীকাল ৩১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে বিধি নিষেধের নয়া নির্দেশিকা বলবৎ হবে। অতিমারি আইন কোনও ভাবে লঙ্ঘন হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, নবান্নের নির্দেশাবলিতে উল্লেখ রয়েছে তারও। নির্দেশিকায় বলা হয়ছে–

১) ৩১ অক্টোবর থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হচ্ছে।

২) ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া যান চলাচল। এছাড়া নৈশ কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালীপুজো, ছটপুজোয়।

৩) কালীপুজো উপলক্ষ্যে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এবং ছটপুজো উপলক্ষে ১০ ও ১১ নভেম্বর রাতে কোনও কড়াকড়ি থাকবে না।

৪) বিয়ে, সিনেমার শুটিং, টেলিভিশনের কোনও অনুষ্ঠানে ৭০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। বাইরে সিনেমার শুটিং কিংবা টেলিভিশনের অনুষ্ঠানের জন্য সমস্ত রকম করোনা বিধি মেনে কাজ করতে হবে।

আরও পড়ুন-খড়দহে আক্রান্ত তন্ময় ভট্টাচার্য: বিচ্ছিন্ন ঘটনা, বললেন খোদ প্রাক্তন বিধায়ক

৫) সরকারি অফিসের ক্ষেত্রে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ১০০ শতাংশ উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। জরুরি নয় এমন ক্ষেত্রে ৫০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। তবে করোনা বিধি মেনে।

spot_img

Related articles

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...

উত্তরপাড়া থেকে বাগদা! ভোটার তালিকায় গরমিলের অভিযোগে বাড়ছে ক্ষোভ 

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই একের পর এক অসঙ্গতির অভিযোগ সামনে আসছে। কোথাও জীবিত মানুষকে মৃত বলে...

নোটিশ পাঠানো শুরু! প্রবীণ-অসুস্থ ভোটারদের বাড়িতে শুনানির ভাবনা নির্বাচন দফতরের

ইতিমধ্যেই রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া। রাজ্যের মুখ্য নির্বাচন...

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...