Sunday, August 24, 2025

কালীপুজো (Kalipuja) ও জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) ভাসানের দিন জানিয়ে দিল নবান্ন(Nabanna)। ৪ নভেম্বর কালীপুজো। নবান্নর তরফে জানানো হয়েছে, ৫, ৬ ও ৭ নভেম্বর প্রতিমা ভাসানের জন্য সময় দেওয়া হয়ছে। অর্থাৎ ৭ নভেম্বর রবিবারের মধ্যে সমস্ত মণ্ডপের প্রতিমা ভাসান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে বলা হয়েছে, ১৪ ও ১৫ তারিখ ভাসান হবে।

আরও পড়ুন-তালিবানকে পাশ কাটিয়ে আফগানবাসীকে ১৪৪ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার

আগামীকাল ৩১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে বিধি নিষেধের নয়া নির্দেশিকা বলবৎ হবে। অতিমারি আইন কোনও ভাবে লঙ্ঘন হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, নবান্নের নির্দেশাবলিতে উল্লেখ রয়েছে তারও। নির্দেশিকায় বলা হয়ছে–

১) ৩১ অক্টোবর থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হচ্ছে।

২) ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া যান চলাচল। এছাড়া নৈশ কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালীপুজো, ছটপুজোয়।

৩) কালীপুজো উপলক্ষ্যে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এবং ছটপুজো উপলক্ষে ১০ ও ১১ নভেম্বর রাতে কোনও কড়াকড়ি থাকবে না।

৪) বিয়ে, সিনেমার শুটিং, টেলিভিশনের কোনও অনুষ্ঠানে ৭০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। বাইরে সিনেমার শুটিং কিংবা টেলিভিশনের অনুষ্ঠানের জন্য সমস্ত রকম করোনা বিধি মেনে কাজ করতে হবে।

আরও পড়ুন-খড়দহে আক্রান্ত তন্ময় ভট্টাচার্য: বিচ্ছিন্ন ঘটনা, বললেন খোদ প্রাক্তন বিধায়ক

৫) সরকারি অফিসের ক্ষেত্রে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ১০০ শতাংশ উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। জরুরি নয় এমন ক্ষেত্রে ৫০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। তবে করোনা বিধি মেনে।

Related articles

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...
Exit mobile version