Wednesday, November 12, 2025

কালীপুজো (Kalipuja) ও জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) ভাসানের দিন জানিয়ে দিল নবান্ন(Nabanna)। ৪ নভেম্বর কালীপুজো। নবান্নর তরফে জানানো হয়েছে, ৫, ৬ ও ৭ নভেম্বর প্রতিমা ভাসানের জন্য সময় দেওয়া হয়ছে। অর্থাৎ ৭ নভেম্বর রবিবারের মধ্যে সমস্ত মণ্ডপের প্রতিমা ভাসান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে বলা হয়েছে, ১৪ ও ১৫ তারিখ ভাসান হবে।

আরও পড়ুন-তালিবানকে পাশ কাটিয়ে আফগানবাসীকে ১৪৪ মিলিয়ন ডলার সাহায্যের ঘোষণা আমেরিকার

আগামীকাল ৩১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে বিধি নিষেধের নয়া নির্দেশিকা বলবৎ হবে। অতিমারি আইন কোনও ভাবে লঙ্ঘন হলে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন, নবান্নের নির্দেশাবলিতে উল্লেখ রয়েছে তারও। নির্দেশিকায় বলা হয়ছে–

১) ৩১ অক্টোবর থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হচ্ছে।

২) ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া যান চলাচল। এছাড়া নৈশ কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কালীপুজো, ছটপুজোয়।

৩) কালীপুজো উপলক্ষ্যে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত এবং ছটপুজো উপলক্ষে ১০ ও ১১ নভেম্বর রাতে কোনও কড়াকড়ি থাকবে না।

৪) বিয়ে, সিনেমার শুটিং, টেলিভিশনের কোনও অনুষ্ঠানে ৭০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। বাইরে সিনেমার শুটিং কিংবা টেলিভিশনের অনুষ্ঠানের জন্য সমস্ত রকম করোনা বিধি মেনে কাজ করতে হবে।

আরও পড়ুন-খড়দহে আক্রান্ত তন্ময় ভট্টাচার্য: বিচ্ছিন্ন ঘটনা, বললেন খোদ প্রাক্তন বিধায়ক

৫) সরকারি অফিসের ক্ষেত্রে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ১০০ শতাংশ উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। জরুরি নয় এমন ক্ষেত্রে ৫০ শতাংশের উপস্থিতিতে অনুমতি দেওয়া হয়েছে। তবে করোনা বিধি মেনে।

Related articles

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...
Exit mobile version