ত্রিপুরা পুলিশ ও তৃণমূল, দুই পক্ষই অনড়, রাস্তায় ধরণায় কুণাল, সুস্মিতা, সুবলরা

অনড় ত্রিপুরার ‘বিজেপি পুলিশ’। অনড় তৃণমূল কংগ্রেস নেতৃত্বও। ত্রিপুরা পুলিশ আগরতলার রবীন্দ্রভবন চত্বরে সভা করতে দিতে রাজি নয়। তৃণমূলও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সরিয়ে আস্তাবল মাঠে নিয়ে যেতে রাজি নয়। নিট ফল, আগরতলার রবীন্দ্রভবন চত্বরে ব্যাপক উত্তেজনা। রাস্তাতেই ধরনায় বসে পড়েছেন কুণাল ঘোষ, সুবল ভৌমিক, সুস্মিতা দেব, আশিসলাল সিং, জয়া দত্ত, সুদীপ রাহারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় আসা পুলিশ আধিকারিকরা কথা বলছেন ত্রিপুরা পুলিশ কর্তাদের সঙ্গে।

আরও পড়ুন- সিঙ্গুরে ডাকাত-কালীর পুজোয় এখনও চলে শতাব্দী প্রাচীন রীতি

পুলিশ অনড়। তারা বলছে, সিদ্ধান্ত হয়ে গিয়েছে। সভা সরাতে হবে। আর কুণাল ঘোষ, সুস্মিতা দেব সুবল ভৌমিকরা বলছেন, সভা এখানেই হবে। স্বেচ্ছ্বাচারিতা অনেক হয়েছে। এবার বন্ধ হওয়া দরকার। রাস্তায় অবস্থানে বসছি। প্রয়োজনে সারা রাত বসে থাকব। কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন হবে না।

ফলে রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে চরম উত্তেজনা। র‍্যাফ, কমব্যাট ফোর্স নামানো হয়েছে। রাতের অন্ধকারে তবে কি পুলিশি ‘হামলা’ নেমে আসবে? আপাতত টানটান উত্তেজনার মাঝে অপেক্ষা।