Monday, August 25, 2025

এ বার জরুরিভিত্তিতে শিশুদের জন্য ফাইজার টিকাকে অনুমতি আমেরিকার

Date:

এ বার জরুরিভিত্তিতে শিশুদের জন্য ফাইজার (Pfizer) টিকাকে অনুমতি দিল আমেরিকা। শুক্রবার, সরকারিভাবে অনুমোদন দেওয়া হয় বায়োনটেক (BioNTECH) সংস্থার ফাইজার ভ্যাকসিনকে। ৫ বছর থেকে ১১ বছর বয়সী প্রায় ২ কোটি ৮০ লক্ষ শিশুকে ভ্যাকসিন দেওয়া হবে বলে খবর।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এর প্রধান জানেট উডকক এক বিবৃতিতে বলেছেন, ‘‌একজন মা এবং চিকিৎসক হিসাবে বলতে পারি, এই অনুমোদন প্রয়োজন ছিল। অপেক্ষায় ছিলেন অভিভাবক, পরিচারিকা, স্কুলের কর্মীরা। শিশুদের ভ্যাকসিন দিতে পারলে স্বাভাবিক জীবনের দোরগোড়ায় পৌঁছে যাওয়া যাবে।’‌ ফাইজার শিশুদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালে ৯০ শতাংশ কার্যকরী বলে জানা গিয়েছে। উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এখনও।

আরও পড়ুন-কতদিন ধরে চলবে কালীপুজোর ভাসান? জানিয়ে দিল নবান্ন

প্রসঙ্গত, ক্লিনিক্যাল ট্রায়ালে প্রত্যেক শিশুকেই ১০ মাইক্রোগ্রাম ভ্যাকসিনের ২টো করে শট দেওয়া হয়। জানা গিয়েছে, শিশুদের ক্ষেত্রে কিশোর ও বড়দের দেওয়া ভ্যাকসিনের পরিমাণের এক-তৃতীয়াংশ দেওয়া হবে। উল্লেখ্য, ভারতে ২ থেকে ১৮ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের টিকাকরণের জন্য ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে এক্সপার্ট কমিটি।

বিশ্বজুড়ে করোনা সংক্রমণে বাদ যায়নি শিশুরাও। প্রাপ্তবয়স্ক ব্যাক্তিদের উপর করোনা ভয়ঙ্কর প্রভাব ফেললও তুলনামূলকভাবে শিশুদের ক্ষেত্রে মহামারী আকার ধারণ করেনি। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৮,৩০০ শিশু করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১৪৬ জনের। সবচেয়ে বড় কথা, শিশুদের করোনা সংক্রমণে বিরল লক্ষণ দেখা গিয়েছে। প্রায় ৫ হাজার শিশু আক্রান্ত হয়েছে মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিন্ড্রোম যা করোনা পরবর্তী লক্ষণ বলে মনে করা হচ্ছে। এই রোগের যথাযথ চিকিৎসা বা ওষুধও নেই বলে দাবি চিকিৎসকদের।

Related articles

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত আজকের পেট্রোল-ডিজেলের দাম

২৫ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...

নুন চুরি! বিজেপি নেতার মদতে কোন্নগরে সক্রিয় নুন চুরি চক্র! তদন্তে পুলিশ

রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চুরির ‘ভিত্তিহীন’ অভিযোগে সরব হওয়া বিরোধী বিজেপির(BJP) নেতা-নেত্রীরাই চুরিতে অভিযুক্ত। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও...

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...
Exit mobile version