কোভিড গ্রাফের (Covid-19 graph ) রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় একদিনে করোনা আক্রান্ত এক হাজার(Corona infection) ছুঁইছুঁই। বেড়েছে মৃত্যুও। পজিটিভিটি রেটও (Positivity Rate) ঊর্ধ্বমুখী। বিশেষ উদ্বেগজনক পরিস্থিতি কলকাতা ও উত্তর ২৪ পরগনা এই দুই জেলাতে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯৮০ জন। যা শুক্রবারের তুলনায় সামান্য কম। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (Kolkata)। একদিনে ২৭২ জনের করোনা ভাইরাস পজিটিভ পওয়া গেছে। তার পরে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১৪৮ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (৮৫)। চতুর্থ হাওড়া (৮২)। অন্য জেলা থেকেও সংক্রমনের খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯১ হাজার ৯৯৪।

পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। একদিনে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর খবর মিলেছে উত্তর ২৪ পরগনা থেকে। এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ১২৬। মৃত্যুর হার ১.২০ শতাংশ।
