নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যবাটী ১০ নম্বর রেল গেট ভেঙে নিমাই তীর্থ গঙ্গার ঘাটে ঢুকে পড়ল লরি (Lorry)। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটে। তবে, রাত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বৈদ্যবাটী (Boidyabati) এনটি রোড দিয়ে রাত ১২-৪৫ মিনিট নাগাদ দ্রুতগতিতে একটি লরি আসে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গেট ভেঙে ঢুকে যায় নিমাই তীর্থ গঙ্গার ঘাটে। ব্যস্ততম রাস্তা এই এনটি রোড, গভীর রাতে এই ঘটনা ঘটে ফলে বড়োসড়ো দুর্ঘটনা ঘটেনি। সকাল থেকেই এলকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে যায় রেল পুলিশ। গাড়িটিকে ক্রেন (Crane) দিয়ে তোলা হয়। লরিটির চালক এবং খালাসি পলাতক।

আরও পড়ুন:অর্পিতার ছেড়ে যাওয়া আসনে ভোট ২৯ নভেম্বর
