Tuesday, August 26, 2025

রাজপ্রাসাদ থেকে কয়েদখানা। রাজপুত্র রাতারাতি হয়ে গেছিলেন কয়েদি। গত ২৬ দিন ধরে আর্থার রোড জেলে বন্দি ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান -পুত্র আরিয়ান খান। ‘মন্নতে ‘র বাসিন্দা হয়ে গেছিলেন কয়েদি নম্বর ৯৫৬। আর এই হঠাৎ পরিবর্তন ২৩ বছরের তারকা-সন্তানের মনের উপরে সাংঘাতিক ছাপ ফেলেছে।

বলিউড সূত্রে জানা গিয়েছে কাল বাড়ি ফিরেই আরিয়ান বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সেই কান্না এতটাই যে বাবা-মা কেউই এমন একটি পূর্ণবয়স্ক পুত্র সন্তানকে কিছুতেই সামলাতে পারছিলেন না । স্বাভাবিকভাবেই এই ঘটনা নাড়া দিয়েছে বাবা-মা শাহরুখ-গৌরীকে। সন্তানের মনের উপর দিয়ে যে গত এক মাসে ভয়ঙ্কর এক ঝড় বয়ে গিয়েছে তা বুঝতে সময় লাগে নি বাবা-মায়ের। নিজের ঘরে ফিরে এলেও সেই ভয়াবহতাকে ভুলে যাওয়া কঠিন হয়ে যেতে পারে কখনও কখনও। আরিয়ান খানের ক্ষেত্রে তেমন আশঙ্কা করছেন বাবা-মা শাহরুখ এবং গৌরী খান। সচেতন বাবা মায়ের মতোই তাই ছেলের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

তাছাড়া এই কদিনে ছেলের খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। শাহরুখ যখন ছেলের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে গিয়েছিলেন, তখনই আরিয়ান তাঁকে জানিয়েছিলেন যে, জেলের খাবার তিনি খেতে পারছেন না। তাই ছেলের জন্য গৌরী এখন নতুন ডায়েট চার্ট তৈরি করছেন। ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য বেশ কিছু রক্ত পরীক্ষাও করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। আর এই কারনেই বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান এবং মনোরোগবিদের শরণাপন্ন হতে চলেছেন শাহরুখ খান -গৌরী খান।

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version