Saturday, August 23, 2025

রাজপ্রাসাদ থেকে কয়েদখানা। রাজপুত্র রাতারাতি হয়ে গেছিলেন কয়েদি। গত ২৬ দিন ধরে আর্থার রোড জেলে বন্দি ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান -পুত্র আরিয়ান খান। ‘মন্নতে ‘র বাসিন্দা হয়ে গেছিলেন কয়েদি নম্বর ৯৫৬। আর এই হঠাৎ পরিবর্তন ২৩ বছরের তারকা-সন্তানের মনের উপরে সাংঘাতিক ছাপ ফেলেছে।

বলিউড সূত্রে জানা গিয়েছে কাল বাড়ি ফিরেই আরিয়ান বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। সেই কান্না এতটাই যে বাবা-মা কেউই এমন একটি পূর্ণবয়স্ক পুত্র সন্তানকে কিছুতেই সামলাতে পারছিলেন না । স্বাভাবিকভাবেই এই ঘটনা নাড়া দিয়েছে বাবা-মা শাহরুখ-গৌরীকে। সন্তানের মনের উপর দিয়ে যে গত এক মাসে ভয়ঙ্কর এক ঝড় বয়ে গিয়েছে তা বুঝতে সময় লাগে নি বাবা-মায়ের। নিজের ঘরে ফিরে এলেও সেই ভয়াবহতাকে ভুলে যাওয়া কঠিন হয়ে যেতে পারে কখনও কখনও। আরিয়ান খানের ক্ষেত্রে তেমন আশঙ্কা করছেন বাবা-মা শাহরুখ এবং গৌরী খান। সচেতন বাবা মায়ের মতোই তাই ছেলের জন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

তাছাড়া এই কদিনে ছেলের খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। শাহরুখ যখন ছেলের সঙ্গে আর্থার রোড জেলে দেখা করতে গিয়েছিলেন, তখনই আরিয়ান তাঁকে জানিয়েছিলেন যে, জেলের খাবার তিনি খেতে পারছেন না। তাই ছেলের জন্য গৌরী এখন নতুন ডায়েট চার্ট তৈরি করছেন। ছেলের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য বেশ কিছু রক্ত পরীক্ষাও করানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। আর এই কারনেই বিশেষজ্ঞ ডায়েটিশিয়ান এবং মনোরোগবিদের শরণাপন্ন হতে চলেছেন শাহরুখ খান -গৌরী খান।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version