Tuesday, August 26, 2025

সমব্যথী রাজ্য সরকার, জঙ্গি হানায় নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারকে চাকরি

Date:

বছর দুয়েক আগে কাশ্মীরে জঙ্গিহানায় প্রাণ হারিয়েছিল রাজ্যের পাঁচ পরিযায়ী শ্রমিক। সেই নিহত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে মুর্শিদাবাদের সাগরদিঘিতে নিহত পাঁচ পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী সুব্রত সাহা। সমবেদনা জানানোর পাশাপাশি আরও দুটি পরিবারকে চাকরির আশ্বাস দিলেন। সেই সঙ্গে পাঁচ শহিদের স্মরণে এলাকায় হাইমাস্ট লাইটের ব্যবস্থাও করলেন।

২০১৯ সালের ২৯ অক্টোবর কাশ্মীরে জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যান মুর্শিদাবাদের পাঁচ পরিযায়ী শ্রমিক। আহত হন একজন। ওই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সাগরদিঘিতে পৌঁছে নিহত পরিবারের পাশে দাঁড়ান। দেওয়া হয় সরকারি সাহায্য। আহত ও নিহত পরিবারের মধ্যে চারটি পরিবারকে চাকরি দেয় রাজ্য সরকার। সেই ঘটনার দু বছর পূর্তিতে গ্রামে ওই পরিবারগুলির সঙ্গে দেখা করেন উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সুব্রত সাহা। আহত ও নিহত পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা জেনে নেন। মন্ত্রী বলেন, জঙ্গিহানায় নিহত ও আহত পরিবারদের মধ্যে বাকি দুজনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। তবে কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় নিহত শ্রমিকদের ডেথ সার্টিফিকেট পেতে সমস্যা হচ্ছে। তাতে নিহতদের পরিবাররা প্রচণ্ড সমস্যায়। মুর্শিদাবাদ জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। সভায় ছিলেন সাগরদিঘি ব্লক যুব সভাপতি কিসমত আলি-সহ অন্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আরও পড়ুন- ত্রিপুরা: কংগ্রেস ও বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন একঝাঁক নেতৃত্ব

 

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version