টি-২০ বিশ্বকাপে দলের পারফরম্যান্স নিয়ে কী বললেন ইংল‍্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ‍্যান?

টি-২০ বিশ্বকাপে ( T-20 World cup) দুরন্ত ফর্মে ইংল‍্যান্ড (England)। এখনও অবধি সব ম‍্যাচেই জয় ইংরেজদের। শেষ ম‍্যাচেও অস্ট্রেলিয়াকে ( Australia) ৮ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ইয়ন মর্গ‍্যানের দল। এখনও পযর্ন্ত তিনটের মধ‍্যে তিনটে জয়। দলের পারফরম্যান্স নিয়ে খুশি ইংল‍্যান্ড অধিনায়ক। বললেন, পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পেরেছি আমরা। তাই টি-২০ বিশ্বকাপে পারফরম্যান্সটাও ভালো হচ্ছে।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে মর্গ‍্যান বলেন,” এখানকার পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পেরেছি আমরা। প্রথম দুই ম্যাচের পর আজও সেটা দেখা গিয়েছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এ ভাবে জয় আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিল। আমরা এই পারফরম্যান্স পরবর্তী ম‍্যাচ গুলোতেও ধরে রাখতে চাই।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব‍্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স জস বাটলারের। à§­à§§ রানে অপরাজিত তিনি। তাই তো ম্যাচের পর নায়ক জস বাটলারের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ইয়ন মর্গ্যান। তিনি বলেন,” ও এমন একজন ক্রিকেটার যে একার হাতে খেলাটা বদলে দিতে পারে। টি-২০’র অন্যতম সেরা ক্রিকেটার হয়েও প্রতিনিয়ত নিজের খেলার উন্নতি করার দিকে নজর দিয়ে যায়। যে সব বোলারদের বিরুদ্ধে ও স্বচ্ছন্দ শুধু তাদের দিকেই নজর দেয় না। সমস্ত বোলারের উপরেই দাপট দেখানোর চেষ্টা করে বাটলার।”

আরও পড়ুন:বার্সা ম‍্যাচের মধ‍্যেই অসুস্থ আগুয়েরো, ভর্তি হাসপাতালে