খাতায় কলমে কোহলিদের শেষ চারে যাওয়ার এখনও ক্ষীণ আশা আছে

পরপর দু ম্যাচে হার কোহলিদের| পাকিস্তানের কাছে প্রথম ম্যাচে ১০ উইকেটে হার| এরপর নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হারল ভারত|আর এর ফলে টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ভারতের টিকে থাকার লড়াই কার্যত শেষ|
কিন্তু আশা একটু হলেও আছে। ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার একটা ক্ষীণ আশা রয়েছে| তবে সেই কাজটা যথেষ্ট কঠিন এবং অন্য দলগুলোর দিকে তাকিয়েই বসে থাকতে হবে বিরাট কোহলিদের|
গ্রুপ টু-তে এখন বিরাট কোহলিদের জায়গা ৬ দলের মধ্যে ৫। আর নেট রানরেটও -১.৬০৯| পরের তিনটি ম্যাচই এখন জিততে হবে টিম ইন্ডিয়াকে| শুধু জয় আসলেই হবে না, বড় রানরেট রেখে এগোতে হবে বিরাট কোহলিদের| তবে পরপর তিন ম্যাচ বিরাট ব্যবধানে জিতলেও একেবারে স্বস্তি পাবেন না বিরাট, রোহিতরা|

আরও পড়ুন- নিজের সংগ্রহের মহামূল্যবান সম্পদ নিলাম করতে চলেছেন অমিতাভ

অন্যদিকে কোনও একটা বড় অঘটন ঘটতে হবে| নিউজিল্যান্ডের সামনেও তিনটে ম্যাচ| যা জিতলে, অনায়াসেই তারা সেমিফাইনালে পৌঁছে যাচ্ছে| সেখানে স্কটল্যান্ড, নামিবিয়ার কিংবা আফগানিস্তানের কাছে হারতে হবে| রশিদ খানদের কাছে হারলেই ভারতের একটু বেশি সুবিধা| দু নম্বরে থাকা আফগানরা আবার বেশি ব্যবধানে জিতলে হবে না| তাদের রানরেটও কম থাকতে হবে|
আবার সেটাও যদি না হয়, তবে নামিবিয়া কিংবা স্কটল্যান্ডের কাছে হারতে হবে নিউজিল্যান্ডকে| কিন্তু নিউজিল্যান্ডের যা পারফরম্যান্স, তাতে সেটা বাস্তবায়িত অসম্ভব| যদিও ক্রিকেট অবশ্য অনিশ্চয়তার খেলা| এখন ভারতকে এই সব হিসাবের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে|

 

Previous articleনিজের সংগ্রহের মহামূল্যবান সম্পদ নিলাম করতে চলেছেন অমিতাভ
Next articleনির্বাচন লড়তে আমি প্রস্তুত, তবে সিদ্ধান্ত মমতা দিদি নেবেন: বললেন লিয়েন্ডার পেজ